খুররম জামান: [২] ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৃহস্পতিবার (১৬ মে) এক ফেসবুক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক সহায়তা, মানবাধিকার রক্ষা এবং নিরাপদ প্রত্যাবাসনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
[৩] দূতাবাস আরো জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মার্কিন প্রতিনিধি রাষ্ট্রদূত জেফ্রি প্রেসকট বিদেশি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ সফর করেছেন। তিনি সরাসরি দেখতে এসেছেন কীভাবে মার্কিন বিনিয়োগ এবং অংশীদারিত্ব রোহিঙ্গা শরণার্থীদের এবং স্থানীয় সম্প্রদায়কে সহায়তা করে।
[৪] বিশ্ব খাদ্য কর্মসূচি ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ইউএসএআইডি-বাংলাদেশে একসঙ্গে এক্ষেত্রে কাজ করে। সম্পাদনা: সমর চক্রবর্তী
কেজে/এসসি/এনএইচ
আপনার মতামত লিখুন :