শিরোনাম
◈ এক কোরালের দাম ২০ হাজার টাকা! ◈ এবার ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মোদির বিজেপির, ফাটলের ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে ◈ বিশ্বকে বার্তা: দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ ◈ বেক্সিমকোর লোকসানি কোম্পানি বিক্রি করে দেবে সরকার ◈ গুলি করে হত্যার পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ◈ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে বড় বিদ্রোহ হবে: জ্বালানি উপদেষ্টা (ভিডিও) ◈ কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ ◈ গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর রাইডার্স ◈ ভারত যেতে না করলে বাংলাদেশিরাও ভারতে যাবে না: উপদেস্টা সাখাওয়াত হোসেন ◈ আইনজীবী সাইফুল হত্যা মামলায় আরেক আসামি আটক

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০৩:৩৬ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব প্রবাসী তাহের স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন ৮৭ লাখ টাকা, দেশে ফিরে দেখেন সবই ফাঁকা

প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন তাহের উদ্দিন (৪৫)। চারবার অল্প সময়ের জন্য দেশে এসেছেন। এর মধ্যে গত প্রায় ১২ বছর আগে বিয়ে করে ফের কর্মস্থলে চলে যান তিনি। দাম্পত্য জীবনে রয়েছে দুই ছেলে সন্তান।

এর মধ্যে বিভিন্ন সময়ে স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়েছেন মোট ৮৭ লক্ষ টাকা। সম্প্রতি দেশে ফিরে দেখেন স্ত্রী লাপাত্তা এবং ব্যাংক হিসাবটি ফাঁকা। এ ঘটনার পর স্ত্রীর নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকা প্রতারণার মামলা করেন তাহের।
মামলায় তানিয়া গত ২০ অক্টোবর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

পরে তদন্তকারী কর্মকর্তার রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে প্রতারক স্ত্রীর একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গতকাল সোমবার (২৮ অক্টোবর) আদালতে পাঠানো হয়। এ সময় তার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে।

মামলার এজাহার ও প্রবাসী তাহের উদ্দিনের দেওয়া তথ্য থেকে জানা যায়, তাহের উদ্দিন গত ২০০৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কম্পানিতে চাকরি নেন। আট ঘণ্টা দায়িত্বের পর বাকি সময় তিনি বেশি রোজগারের জন্য গাড়ি পরিষ্কারের কাজ করতেন। একযুগ আগে তিনি দেশে ফিরে বিয়ে করেন পাশের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে মোছাম্মৎ তানিয়া সুলতানাকে। বিয়ের পর ফের কর্মস্থল সৌদি আরবে চলে যান তিনি।

এ অবস্থায় তাহের উদ্দিন উদ্দিন স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠতে থাকেন। চারবার আসা-যাওয়ার মধ্যেই জন্ম নেয় তাদের দুই ছেলে সন্তান। বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন তিনি। এর মধ্যে স্ত্রী তানিয়া ছেলেদের নামে জমি ক্রয় ও নিজের গহনার জন্য বাড়তি টাকা দেওয়ার দাবি জানালে তাহের স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকা পাঠান। এরই মধ্যে বাড়ি থেকে তাহেরকে জানানো হয়, তার স্ত্রী তানিয়া হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছেন।

তাহের বিষয়টি নিয়ে তানিয়ার সঙ্গে কথা বললে তিনি সব মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। এভাবেই চলতে থাকা অবস্থায় গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ তিনি দেশে এসে দেখেন তার স্ত্রী তানিয়া বাড়িতে নেই। দুই সন্তানকে রেখেই তানিয়া লাপাত্তা হয়ে গেছেন। তানিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করাসহ শ্বশুরবাড়িতে খোঁজ করে তার কোনো সন্ধান করতে পারেননি তাহের। পরে খোঁজ নিয়ে জানতে পারেন তানিয়া পালিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি আট ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান। এতে হিসাব করে দেখা যায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট এক কোটি ২১ লক্ষ টাকা নিয়ে যান স্ত্রী।

তাহের উদ্দিন গত ১৯ সেপ্টেম্বর নান্দাইল থানায় তানিয়ার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। মামলায় তানিয়া গত ২০ অক্টোবর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। সেখানে থাকা অবস্থায় মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি তানিয়ার বিরুদ্ধে সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

থানায় অবস্থান করা অভিযুক্ত তানিয়া জানান, তিনি স্বামীর পাঠানো টাকা দিয়ে দুই ছেলের নামে জমি ক্রয় ছাড়াও ভরণপোষণে ব্যয় করেছেন। তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি। পরে স্বামী তাকে সন্দেহ করায় নিজ উদ্যোগে তালাক দিয়েছেন।

 মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল হাসেম জানান, রিমান্ডে আসামির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। যা মামলার কাজে লাগবে। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়