মাসুদ আলম: [২] চার দিনব্যাপি ‘সাইফ পাওয়ারটেক বাংলা নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। আইএসপিআর।
[৩] চার দিনব্যাপি এই টুর্নামেন্টে দেশিবিদেশি ৮০০ জন গলফার অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লাবের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
[৪] অনুষ্ঠানের প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এমএ/এসবি/এনএইচ
আপনার মতামত লিখুন :