শিরোনাম
◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে! ◈ ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল হে‌রে গে‌ছে, চেলসি ও ব্রেন্টফোর্ডের জয় ◈ হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট ◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে! ◈ ভারতের আগ্রাসী আচরণ এবং উস্কানিমূলক বিবৃতি’! নিরাপত্তা পরিষদে নয়াদিল্লির বিরুদ্ধে নালিশ জানাচ্ছে পাকিস্তান ◈ স্প‌্যা‌নিশ লিগ, অ‌নেক ঘাম ফে‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর ◈ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের তথ্য প্রকাশ করলো হেফাজত ◈ মুসলিমদের পক্ষে কথা বলায় ব্যাপক অপমানের শিকার স্বামী হারানো সেই হিমাংশী! ◈ গত ১৬ বছরেও ২০০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অথচ মাত্র কয়েক মাসে ২৬৬ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, এটা কীভাবে সম্ভব: মাহফুজ আনাম

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৪, ০৭:৫১ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৪, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] নারী ও কন্যাশিশুদের শিক্ষা প্রসারের স্বীকৃতি হিসাবে ইউনেস্কোর ‘ট্রি অব পিস অথবা ‘শান্তিবৃক্ষ’ পুরস্কার পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ৮ সেপ্টেম্বর (সোমবার) ঢাকায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা শেখ হাসিনার হাতে এই স্মারক তুলে দেন। ‘নারী ও কন্যাশিশুদের স্বাক্ষরতা ও শিক্ষা: টেকসই উন্নয়নের ভিত্তি’ শীর্ষক ইউনেস্কোর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সরকার। সম্মেলনটির আয়োজন করা হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সূত্র: ডয়েচে ভেলে

[৩] সেই অনুষ্ঠানে স্মারক তুলে দেয়ার সময় হাসিনাকে ‘সাহসী নারী’ হিসেবে অভিহিত করেন ইউনেস্কোর মহাপরিচালক। তিনি বলেন, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্ব মঞ্চের ‘জোরালো এক কণ্ঠ’।

[৪] ইউনেস্কোর এই পুরস্কার বিশ্বের সকল নারী ও শিশুদের উৎসর্গ করেছেন শেখ হাসিনা। বিশেষ করে বাংলাদেশের কন্যাশিশুদের। স্বাক্ষরতা ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইউনেস্কো লিটারেসি অ্যাওয়ার্ড ২০১৪’ পাওয়া যুক্তরাষ্ট্র, স্পেন, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, ইকুয়েডর ও বুর্কিনা ফাসোর বিশিষ্টজনদেরও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী শিক্ষা ও স্বাক্ষরতায় অসামান্য অবদানের জন্য সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে ইউনেস্কো। পুরস্কারপ্রাপ্তদের হাতে সনদ, স্মারক ও পুরস্কারের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী।

[৫] সেবার পুরস্কার প্রাপ্তরা হলেন, বুর্কিনা ফাসোর ‘অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অফ নন-ফরমাল এডুকেশন’-এর প্রেসিডেন্ট আনাতোলে টি. নিয়ামেওগো, ইকুয়েডরের শিক্ষামন্ত্রী আগুস্তো এসপিনোসা, আলজেরিয়ান অ্যাসোসিয়েশন অফ অ্যালফাবেটাইজেশন-র প্রেসিডেন্ট আয়েশা বার্কি, স্পেনের পারমানেন্ট এডুকেশন সেন্টার পলিগনো সার সেবিলি-র পরিচালক আনা গার্থিয়া রেইনা, এ প্রতিষ্ঠানের উপ-পরিচালক ইসাবেল দিয়েলবার্ত, দক্ষিণ আফ্রিকার মল্টটেনো ইনস্টিটিউট ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল লিটারেসি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসেনিনয়া দিকোতলা এবং এই প্রতিষ্ঠানের পরিচালক ড্যান এ. ওয়াগনার।

[৬] ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, উপযুক্ত শিক্ষাই পারে একটি মেয়েকে সামাজিক, মানসিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে। যে কোনো ধরনের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও শিক্ষাই দিতে পারে। আমরা সে কাজটিই করে যাচ্ছি।’

[৭] প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সরকার শিক্ষার মানোন্নয়নে নতুন ‘কারিকুলাম’ প্রণয়ন করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল, মাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিকসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বেড়েছে। এখন ৯২ শতাংশ পাশ করছে। পরবর্তীতে কম করে হলেও ৯৮ ভাগ পাশ করবে এটাই আমাদের লক্ষ্য।’ সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়