ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া: [২] ওমানে নির্মাধীন ভবন থেকে পরে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মেহেদী হাসান নামে এক প্রবাসী যুবকের মৃত্যুর ১৬ দিন পর লাশ দেশে এনে দাফন সম্পন্ন করেছেন স্বজনরা।
[৩] বুধবার (১ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশের দাফন করা হয়। এর পূর্বে গত ১৬ অক্টোবর (সোমবার) বাংলাদেশের সময় সন্ধ্যায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে ও নিহতের পরিবারে শোকের মাতম বইছে। মো. মেহেদী হাসান (২৬) উপজেলার নাইঘর (উত্তর পাড়া) গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত হাজী মফিজুল ইসলামের ছেলে।
[৪] নিহতের পরিবার জানায়, মেহেদী হাসান ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২ অক্টোবর সে জীবিকার তাগিদে ওমানে যান। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে পরিবারের কাছে খবর আসে ওমানে কাজ করার সময় নির্মানাধীন ভবন থেকে পরে মেহেদী হাসান গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বাংলাদেশের সময় বিকাল ৫ টার সময় ওই হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
[৫] মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ৯টায় নিহত মেহেদী হাসানের মরদেহ বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সেখান থেকে রাত ৩ টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাইঘর গ্রামের বাড়িতে তাঁর মরদেহ আনা হয়।
[৬] বুধবার (১ নভেম্বর) বেলা ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহত মেহেদী হাসানের দাফন সম্পন্ন করেন স্বজনরা। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস