জেরিন আহমেদ: [২] শুক্রবার আরব টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে মৃত বাংলাদেশি ওই যাত্রীর নাম, বয়স বা অন্যান্য বিবরণ প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার কুয়েত বিমানবন্দরের চার নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
[৩] পরে একজন তদন্তকারী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ সরানোর নির্দেশ দেন। বাংলাদেশি ওই যাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরীক্ষার জন্য ফরেনসিক মেডিসিন অফিসে স্থানান্তরিত করা হয়েছে।
[৪] জানা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে কুয়েত বিমানবন্দরে এটি দ্বিতীয় কোনও যাত্রীর প্রাণহানির ঘটনা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
[৫] এর আগে কুয়েত বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে এক পাকিস্তানি নারী যাত্রী প্রাণ হারিয়েছিলেন। এ সময় ওই নারীর স্বামীও তার সঙ্গে ছিলেন। সম্পাদনা: তারিক আল বান্না
জেএ/টিএবি/এনএইচ