শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বাংলাদেশিসহ অবৈধ প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরব

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদিতে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন অঞ্চলে আবাসিক, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী বাংলাদেশিসহ প্রায় ১৬,৪৭১ জন অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে গত ৯ মার্চ থেকে ১৫ মার্চ এক সপ্তাহে সমগ্র সৌদি আরব জুড়ে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ইউনিট দ্বারা পরিচালিত যৌথ অভিযানে এদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ৯,০২৫ জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, ৫,১০৫ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং ২,৩৪১ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

এছাড়া আরো ১১৮৪ জনকে সৌদির সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৪২% ইয়েমেনি নাগরিক, ৫৬% ইথিওপিয়ান নাগরিক এবং ২% অন্যান্য জাতীয়তার ছিল। অপরদিকে ১২০ জন লঙ্ঘনকারী সৌদি আরব থেকে অবৈধ পথে পালিয়ে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আবাসিক এবং কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত এবং গোপন কার্যকলাপ করার সাথে জড়িত ১৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, যদি কেউ সৌদি আরবে অনুপ্রবেশকারীকে প্রবেশের সহযোগিতা করে বা তাকে পরিবহন বা আশ্রয় দেয় বা কোনও সহায়তা প্রদান করে তবে তাদের সম্পদ বাজেয়াপ্তসহ ১৫ বছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়