শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৩, ০২:৪৪ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৩, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনকালের প্রকাশনা খুলে দেওয়ার দাবিতে কানাডা বিএনপির প্রতিবাদ সভা

কানাডায় বিএনপির প্রতিবাদ সভা

শাখাওয়াত মুকুল: অবিলম্বে দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধ খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি কানাডা শাখা। মন্ট্রিয়লের স্থানীয় সময় সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একটি রেস্তোরাঁয় আয়োজিত প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- কানাডা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, সহ সভাপতি মারিফুর রহমান, সাধারণ সম্পাদক আরমান মাষ্টার, ক্যুইবেক প্রাদেশিক বিএনপি সভাপতি আব্দুল মান্নান, বিএনপি নেতা দেওয়ান রাজ্জাক রাজু, আব্দুল ওয়াদুদ রোকন, তিশা চৌধুরী, আবদুল আজিজ, আবদুল জলীল প্রমুখ ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা বন্ধ করে সরকার আবারও প্রমাণ করলো দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার দেশে এখনও একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা অব্যাহত রেখেছে। এই সরকার অগণতান্ত্রিক সরকার। তারা জোরপূর্বক বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে।

এসময় অবিলম্বে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি, দৈনিক দিনকালের প্রকাশনা খুলে দেওয়ার দাবি জানান বক্তারা।

এসএম/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়