আসাদুজ্জামান সম্রাট, পাতায়া (থাইল্যান্ড): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে থাইল্যান্ডের পাতায়ায় থাই বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার পাতায়ার ইউনিক রিজেন্সি হোটেলে ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি প্রতীকি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে থাই বাংলাদেশ কমিউনিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, জামিল মাহমুদ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটিস সহ-সভাপতি আনিসুর রহমান, শহীদুর রহমান, যুগ্ম সম্পদক সাইদুল ইসলাম পবন, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, আলাউদ্দিন আলো, লুৎফর রহমান লিটন, ফয়সাল ইমতিয়াজ অপু, শামীম হাওলাদার প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। থাই বাংলাদেশ কমিউনিটি থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের মাঝে দেশাত্মবোধ জাগ্রত রাখতে বিভিন্ন জাতীয় দিবসগুলো গুরুত্বের সঙ্গে পালন করে থাকে।
এএস/এনএইচ