শিরোনাম
◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৮ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাতৃভাষা দিবসে থাইল্যান্ডে আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠান

থাইল্যান্ড

আসাদুজ্জামান সম্রাট, পাতায়া (থাইল্যান্ড): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে থাইল্যান্ডের পাতায়ায় থাই বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার পাতায়ার ইউনিক রিজেন্সি হোটেলে  ভাষার জন্য আত্মদানকারী শহীদদের প্রতি প্রতীকি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে থাই বাংলাদেশ কমিউনিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটির প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীম, জামিল মাহমুদ, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটিস সহ-সভাপতি আনিসুর রহমান, শহীদুর রহমান, যুগ্ম সম্পদক সাইদুল ইসলাম পবন, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান, আলাউদ্দিন আলো, লুৎফর রহমান লিটন, ফয়সাল ইমতিয়াজ অপু, শামীম হাওলাদার প্রমুখ।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। থাই বাংলাদেশ কমিউনিটি থাইল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের মাঝে দেশাত্মবোধ জাগ্রত রাখতে বিভিন্ন জাতীয় দিবসগুলো গুরুত্বের সঙ্গে পালন করে থাকে।

এএস/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়