শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মরুর বুকে বরিশাল সমিতির আনন্দ ভ্রমণ

বরিশাল সমিতি

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত: ‘মোরা বরিশালবাসি প্রবাসেও একে অন্যের সুখে দুখে মোরা থাকব পাশাপাশি।’ এই স্লোগান নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতে বরিশাল বিভাগীয় সমিতির আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে।

আমিরাতের ফুজিরায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল সমিতি আমিরাতের আহ্বায়ক এস এ টিভি আমিরাত প্রতিনিধি মোঃ সিরাজুল হক, যুগ্ম আহ্বায়ক মাই টিভি আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল ও ইমদাদুল হক মিলন, সদস্য সচিব প্রতিদিন বাংলাদেশ আমিরাত প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, সদস্য মোঃ ফখরুদ্দীন মুন্না, সদস্য দুবাই সংবাদ দুবাই প্রতিনিধি মোবাশ্বের হোসেন সম্রাট, সদস্য প্রতিদিন বাংলাদেশ দুবাই প্রতিনিধি মো: রেদোয়ান, নিউজ ২৪ আবুধাবি প্রতিনিধি মামুন মাহিন, বিশিষ্ট ব্যবসায়ী দুবাই সংবাদ এর চেয়ারম্যান এস এম ফয়জুল্লাহ শহিদ, বৃহত্তর ফরিদপুর সমিতির সিনিয়র সহ সভাপতি শওকত হোসেন মোল্লা, সিটি নিউজ এর নির্বাহী সম্পাদক গোলাম সরোয়ার, মো: রাশেদ, মো: আশ্রাফসহ পেশাজীবি ব্যক্তিবর্গ।

বরিশাল সমিতির আহ্বায়ক মোঃ সিরাজুল হক বলেন, এই আনন্দ ভ্রমণের মধ্যে দিয়ে সমিতির অগ্রযাত্রা শুরু হলো। আমিরাতে বরিশাল সমিতির মাধ্যমে প্রবাসীদের বন্ধন সৃষ্টির পাশাপাশি একটি ঐক্যবদ্ধ সমবায় প্লাটফর্ম তৈরি করে প্রবাসীদের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়