শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২, ০১:১৮ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২২, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু 

কবির হোসেন

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত কবির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো: ওয়ায়েজ উদ্দিনের সন্তান।

জানা যায়, কবির হোসেন পবিত্র মদিনা শহরের একটি কোম্পানীর গাড়ি চালাতেন। গত শনিবার (১৭ নভেম্বর) সৌদি আরব সময় বিকেলের দিকে পবিত্র মদিনা শহরের অন্তরগত ইয়ানবু শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

তথ্যে জানা যায়, কবির হোসেন তার নিজের গাড়ি রাস্তার পাশে দাড় করে বসে ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 

কবির হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে কর্মরত ছিলেন। তিন বছর আগে বাংলাদেশ এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও বাংলাদেশ আসার কথা ছিল বলেও জানা যায়।

এদিকে নিহত কবির হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কবির হোসেনকে হারিয়ে শোকের মাতম করছে পরিবারের সকল সদস্যরা। নিহত কবির হোসেনের মরদেহ স্থানী হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়