শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২২, ০১:১৮ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২২, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু 

কবির হোসেন

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত কবির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মো: ওয়ায়েজ উদ্দিনের সন্তান।

জানা যায়, কবির হোসেন পবিত্র মদিনা শহরের একটি কোম্পানীর গাড়ি চালাতেন। গত শনিবার (১৭ নভেম্বর) সৌদি আরব সময় বিকেলের দিকে পবিত্র মদিনা শহরের অন্তরগত ইয়ানবু শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

তথ্যে জানা যায়, কবির হোসেন তার নিজের গাড়ি রাস্তার পাশে দাড় করে বসে ছিলেন। এ সময় পিছন দিক থেকে একটি দ্রুত গতির গাড়ি এসে তাকে সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 

কবির হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে কর্মরত ছিলেন। তিন বছর আগে বাংলাদেশ এসে বিয়ে করে আবারও সৌদিতে ফিরে যান। এরপর আনুমানিক দেড় বছর আগে বাড়িতে এসে আবারও সৌদিতে চলে যান। কিছুদিনের দিনের মাঝে আবারও বাংলাদেশ আসার কথা ছিল বলেও জানা যায়।

এদিকে নিহত কবির হোসেনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কবির হোসেনকে হারিয়ে শোকের মাতম করছে পরিবারের সকল সদস্যরা। নিহত কবির হোসেনের মরদেহ স্থানী হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়