শিরোনাম
◈ শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ বনানীর সিসা বারে যুবক হত্যা; সিসিটিভিতে ধরা পড়লো মর্মান্তিক দৃশ্য (ভিডিও) ◈ মানুষ স্বস্তির সঙ্গে যাতে সঠিক সেবা পায় এজন্য অটোমেটেড ভূমি সেবা চালু করা হচ্ছে : ভূমি উপদেষ্টা ◈ এনসিপিতে যোগ দেয়ার প্রশ্নে যা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ ◈ পাঁচ ম‌্যা‌চের সি‌রিজ খেল‌তে ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ◈ কুমিল্লায় জেলের জালে উঠে এলো মর্টার শেল সদৃশ বস্তু ◈ নির্বাচন ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ড. ইউনূস ◈ চাঁদপুরে মেঘনা নদীতে ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবে গেছে লাইটার জাহাজ ◈ দুধকুমোরের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৫, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে বাংলাদেশ দূতাবাসে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

আবছার তৈয়বী, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ ও জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উদযাপন করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) দূতাবাসের নিজস্ব ভবনে ‘জুলাই ইন ফ্রেমস’ শীর্ষক আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন ও সকলকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

আবুধাবি ও অন্যান্য নিকটবর্তী শহরে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ ও জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে মান্যবর রাষ্ট্রদূত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই সকল জুলাই শহিদ, জুলাই যোদ্ধা ও সকল রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে ২০২৪-এর জুলাই- আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী শহিদ ও যোদ্ধাদের অসামান্য ত্যাগের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র ‘জুলাই অনির্বান’ প্রদর্শিত হয়।

আলোচনা সভায় অংশ নেয়া প্রান্তিক পর্যায়ের প্রবাসী কর্মী, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ এবং অন্যান্য শ্রেণী ও পেশার প্রতিনিধিবৃন্দ ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালীন সময়ে তাদের অভিজ্ঞতা ও রেমিট্যান্স যোদ্ধা হিসেবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এছাড়া, তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদানের কথা আরো একবার স্মরণ করে তিনি এ আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশীদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। নিজ নিজ জায়গা থেকে সৎ কর্মের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সকলকে অনুরোধের পাশাপাশি তিনি আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি আরো উজ্জ্বল করার লক্ষ্যে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

মান্যবর রাষ্ট্রদূত তার বক্তব্যে দূতাবাস-এর সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে দূতাবাস সবসময় তাদের পাশে থাকার কথা পূনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে চব্বিশের জুলাই-আগস্ট মাসে নিহত শহিদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান তৌহিদ ইমাম অনুষ্ঠানটির সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়