শিরোনাম
◈ অন্তরঙ্গ ভিডিও দেখিয়ে ব্ল‍্যাকমেইল করে টাকা নেন, চাঁদা না পেয়ে মোবাইল ছিনিয়ে নিয়েছিলেন সোহাগ ◈ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিবৃতি,গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি ◈ ৩০ বছর পর ফুটলো পদ্ম, ফিরে এল কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবিকার আশ্বাস ◈ গোপালগঞ্জে সংঘর্ষের পর সুনসান নীরবতা, কারফিউর মধ্যে থমথমে পরিস্থিতি ◈ কোকেন পাচারে গ্রেফতার, সন্তানের সঙ্গে যোগাযোগহীন অস্ট্রেলিয়ান তারকা ম্যাকগিল ◈ ২৪ দলের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ভাবনা, দু’ধাপে টেস্ট বিশ্বকাপ নিয়েও আলোচনা আই‌সি‌সির সভায় ◈ গোপালগঞ্জ সংঘর্ষ নিয়ে বিভ্রান্তিকর ছবি ও তথ্য ছড়ানোর অভিযোগ! ◈ হরভজন সিং‌য়ের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন বাংলাদেশের ক্রিকেটার মে‌হে‌দি হাসান ◈ ১০ বছর ধরে খেলছি, জ‌য়ের ব‌্যাপা‌রে বিশ্বাসের কোনো কমতি ছিল না: লিটন দাস ◈ ইসরাইল ১২ দিনের যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কালোজাদু দাবি ইরানের, মোসাদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

পর্যাপ্ত অর্থ না থাকা এবং সন্দেহজনক আবাসন বুকিংসহ বিভিন্ন অনিয়মের কারণে মালয়েশিয়ার পর্যটক হিসেবে আসা ১৩১ জন বিদেশিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১-এ প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

শুক্রবার বিকেল ৩টা থেকে রোববার  রাত ১০টা পর্যন্ত বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হল এবং সি-১ থেকে সি-৩৭  নম্বর গেট পর্যন্ত পরিচালিত এই বিশেষ অভিযানে তিন শতাধিক বিদেশি নাগরিককে যাচাই-বাছাই করে ইমিগ্রেশন কর্মকর্তারা।

একেপিএস জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি (পুরুষ), ৩০ জন পাকিস্তানি (পুরুষ) এবং পাঁচজন ইন্দোনেশিয়ান নাগরিক (চারজন পুরুষ ও একজন নারী) প্রবেশের প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হন।

এক বিবৃতিতে সংস্থাটি বলছে, “আর্থিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয়  যা একজন ভ্রমণকারীর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেয়। উদাহরণস্বরূপ, কেউ যদি বলে সে এক মাস মালয়েশিয়ায় অবস্থান করবে কিন্তু সঙ্গে মাত্র RM ৫০০  থাকে, তাহলে তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়।”

এটি আন্তর্জাতিক অভিবাসন নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে বলা হয়েছে যে, কোনো ভিজিটর যেন স্বাগতিক দেশের ওপর অর্থনৈতিক বোঝা না হয়ে দাঁড়ায় — এটি নিশ্চিত করাই কর্তৃপক্ষের দায়িত্ব।”

একেপিএস আরও জানায়, জাতীয় নিরাপত্তা এবং সীমান্তের সার্বভৌমত্ব রক্ষাই তাদের অগ্রাধিকার, এবং যে কেউ ভুয়া তথ্য বা সন্দেহজনক উদ্দেশ্য নিয়ে প্রবেশের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়