শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগের দিগন্ত উন্মোচন

সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, অধিকার এবং করণীয় বিষয়গুলোকে তুলে ধরতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (৩০ জুন) রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সুসজ্জিত অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেন। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে বাংলাদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, মিনিস্টার (কনস্যুলার) মো: মোশারফ হোসেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা-ই-রাব্বি সহ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেমিনারের মূল পর্বে দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান এবং এ এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম-এর ম্যানেজিং ডিরেক্টর শামিম আল আমিন যৌথভাবে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। তারা সৌদি আরবে বাংলাদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, আইনি অধিকার এবং ব্যবসায়িক বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

উপস্থাপনায় একটি গবেষণাধর্মী তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়, বাংলাদেশ থেকে বর্তমানে কী ধরনের পণ্য সৌদির বাজারে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে কোন কোন পণ্যের চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং সৌদির বিশাল ট্রেড মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারের শেষ পর্বে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এ পর্বে বক্তব্য রাখেন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো: আইয়ুব, সানসিটি মেডিক্যাল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং গণমাধ্যমকর্মী সাংবাদিক রস্তম খান সহ অন্যান্য কোম্পানির বিনিয়োগকারীগণ।
অংশগ্রহণকারীরা এই উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের পথচলাকে আরও সুগম করবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়