শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ১০:৩৩ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগের দিগন্ত উন্মোচন

সৌদি আরবে বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, অধিকার এবং করণীয় বিষয়গুলোকে তুলে ধরতে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সৌদি আরবের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার এবং রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

সোমবার (৩০ জুন) রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সুসজ্জিত অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেন। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই সেমিনারে বাংলাদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, মিনিস্টার (কনস্যুলার) মো: মোশারফ হোসেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা-ই-রাব্বি সহ দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সেমিনারের মূল পর্বে দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান এবং এ এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম-এর ম্যানেজিং ডিরেক্টর শামিম আল আমিন যৌথভাবে একটি তথ্যবহুল উপস্থাপনা তুলে ধরেন। তারা সৌদি আরবে বাংলাদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সুযোগ-সুবিধা, আইনি অধিকার এবং ব্যবসায়িক বাধ্যবাধকতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

উপস্থাপনায় একটি গবেষণাধর্মী তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়, বাংলাদেশ থেকে বর্তমানে কী ধরনের পণ্য সৌদির বাজারে রপ্তানি হচ্ছে এবং ভবিষ্যতে কোন কোন পণ্যের চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসাথে, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং সৌদির বিশাল ট্রেড মার্কেটে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারের শেষ পর্বে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এ পর্বে বক্তব্য রাখেন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো: আইয়ুব, সানসিটি মেডিক্যাল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং গণমাধ্যমকর্মী সাংবাদিক রস্তম খান সহ অন্যান্য কোম্পানির বিনিয়োগকারীগণ।
অংশগ্রহণকারীরা এই উদ্যোগের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজন সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের পথচলাকে আরও সুগম করবে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়