শিরোনাম
◈ পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে ◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৫, ০২:৩৪ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই সরকারের চাকরিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, বেতন ৫০ হাজার দিরহাম পর্যন্ত

সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি খাতে কর্পোরেট ট্যাক্স ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা ধীরগতি দেখা গেলেও, দুবাই সরকারের চাকরির বাজার প্রবাসীদের জন্য নতুন দুয়ার খুলে দিয়েছে। সরকারি চাকরির নিরাপত্তা, আকর্ষণীয় সুযোগ-সুবিধা এবং সামাজিক মর্যাদার কারণে এই পদগুলোর প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়ছে।

দুবাই সরকারের অফিসিয়াল জব পোর্টাল dubaicareers.ae-তে প্রকাশিত বিভিন্ন পদে মাসিক বেতন ৫০,০০০ দিরহাম (বাংলাদেশি টাকায় প্রায় ১৬ লক্ষ টাকা) পর্যন্ত অফার করা হচ্ছে।

গ্রীষ্মেও নিয়োগ প্রক্রিয়া চালু

সাধারণভাবে একটি ধারণা প্রচলিত আছে যে, দুবাইয়ে গ্রীষ্মকালে নিয়োগ প্রক্রিয়া থেমে যায়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কিছু ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হলেও নিয়োগ বন্ধ থাকে না এবং অনেক সরকারি বিভাগেই এ সময় নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়।

যেসব গুরুত্বপূর্ণ পদে আবেদন করা যাবে:

দুবাই সরকারের পোর্টালে প্রবাসীদের জন্য বর্তমানে খোলা থাকা ১০টি উল্লেখযোগ্য পদের তালিকা নিচে দেওয়া হলো:

  • নীতি উপদেষ্টা (সরকারি সম্পদ ব্যবস্থাপনা):
    বেতন: ৩০,০০১ – ৪০,০০০ দিরহাম।

  • সিনিয়র ফিনান্সিয়াল কনসালট্যান্ট:
    বেতন: ৪০,০০১ – ৫০,০০০ দিরহাম।

  • চীফ স্পেশালিস্ট (ক্রয় ও মজুদ নীতিমালা):
    বেতন: ২০,০০১ – ৩০,০০০ দিরহাম।

  • সিনিয়র স্পিচ থেরাপিস্ট (প্রাথমিক স্বাস্থ্যসেবা):
    বেতন: ১০,০০১ – ২০,০০০ দিরহাম।

  • সোশ্যাল পলিসি ও রিসার্চ এক্সিকিউটিভ:
    বেতন: ১০,০০১ – ২০,০০০ দিরহাম।

  • চীফ সিনিয়র ইঞ্জিনিয়ার (নগর পরিকল্পনা):
    অভিজ্ঞতা: ১১ বছর।

  • চীফ স্পেশালিস্ট (পরিসংখ্যান ও বিশ্লেষণ):
    অভিজ্ঞতা: ৯ বছর।

  • অডিট ম্যানেজার (এভিয়েশন ও পরিবহন):
    অভিজ্ঞতা: ৭–১০ বছর।

  • ক্লিনিক্যাল সাইকোলজিস্ট:
    বেতন নির্ধারিত নয়।

  • চীফ স্পেশালিস্ট (চুক্তি ও আইনগত বিষয়):
    বিস্তারিত তথ্য পোর্টালে উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীরা দুবাই সরকারের অফিসিয়াল জব পোর্টাল dubaicareers.ae -তে গিয়ে এসব পদ সম্পর্কে বিস্তারিত জানতে এবং সরাসরি আবেদন করতে পারবেন। সূত্র: গালফ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়