শিরোনাম
◈ পোশাক খাতের সাফল্যের পাশাপাশি পশ্চিমা বাজারে ঝুঁকি বাড়ছে ◈ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে ফেরত পাঠানো হলো বিমানবন্দর থেকে ◈ গুলশানের হোটেল ওয়েস্টিনে মার্কিন নাগরিকের লাশ ◈ খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ ◈ বাকৃবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সোমবার সকাল ৯ টার মধ্যে ছাড়তে হবে হল ◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

আবছার তৈয়বী (আবুধাবি থেকে): সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সকালে দূতাবাসের কনফারেন্স হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ। শ্রম কাউন্সিলর লুৎফুন নাহার নাজীমের উপস্থাপনায় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) মুহাম্মদ উল্লাহ খান, মূল প্রবন্ধ পাঠ করেন কাউন্সিলর (পলিটিক্যাল) তৌহিদ ইমাম। এতে বক্তব্য রাখেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, বাংলাদেশ বিমানের রিজিওনাল  ম্যানেজার শাহাদাত হোসেন, দক্ষিণ এশিয়া জলবায়ু পরিবর্তন বিষয়ক সাংবাদিক ফোরামের নির্বাহী সভাপতি কেরামত উল্লাহ বিপ্লব, আবুধাবির রাবদান একাডেমীর শিক্ষক প্রফেসর ইদ্রিছ আলম, আবুধাবি শেখ জায়েদ বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক আব্দুল গণি প্রমুখ।

রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এ জাতির ওপর যাতে আর কোন কালো রাতের পুনরাবৃত্তি  না ঘটে  সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে আমিরাতের ১২ লাখ প্রবাসীকে এক একজন অ্যাম্বাসেডর হয়ে দেশের পক্ষে কাজ করে যেতে হবে। প্রবাসের আইন-কানুন মেনে চলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।” তিনি আরো বলেন, “সকল ভয়ভীতি পরিহার করে দূতাবাস এবং প্রবাসীদের মধ্যে অদৃশ্যের দেওয়াল ভেঙে দেশের জন্য এক সাথে কাজ করতে হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়