সাজ্জাদুল ইসলাম: ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতে রকেট হামলায় এএফপির একজন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পরের দিন তিনি আরমান সলদিন নামের এ সাংবাদিক ইউক্রেনে চলে যান খবর সংগ্রহের জন্য। তিনি হলেন ইউক্রেনে নিহত ১৬তম সাংবাদিক। এএফটি
খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার ইউক্রেনের সেনাদের সঙ্গে বাখমুতে যাওয়ার সময় রুশ বাহিনীর নিক্ষিপ্ত গ্রাদ রকেট হামলায় তিনি নিহত হন। বিকেল ৪টা ৩০ মিনিটে এ হামলা হয়।
এসআই/এসবি২