এম আর আমিন, চট্টগ্রাম: দৈনিক যুগান্তরের সাংবাদিক মাহবুব আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের সাইবার ট্রাইবুন্যালে এই মামলাটি করেন যুবলীগের সাবেক নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন বাদীর আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।
অভিযোগের তথ্য অনুযায়ী, যুগান্তর পত্রিকার অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে বাবরকে ‘দখলবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে সম্বোধন করা হয়েছে। এতে বাদীর মানহানি হয়েছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলাটি করা হয়। ওই সংবাদটি আসামির ফেইসবুক আইডি থেকে শেয়ার করেও মানহানি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। মামলায় আসামির ঠিকানা দেখানো হয়েছে দৈনিক যুগান্তরের ঢাকা কার্যালয়।
এতে বলা হয়, গত ১৩ মার্চ রাতে যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে ‘দুবাই ফেরত শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে শাহ আলম সিন্ডিকেটের সঙ্গে বাবরের সম্পৃক্ততা ও রেলের টেন্ডার নিয়ন্ত্রণের অভিযোগের তথ্য প্রকাশিত হয়। তবে সংবাদে বাবরের বক্তব্য যুক্ত ছিল বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
বাবর মামলার অভিযোগে উল্লেখ করেন, সংবাদে বাদীকে ‘কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রদাতা, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের গডফাদার’ হিসেবে দাবি করা হয়। অথচ বাদীর নামে বাংলাদেশের কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা কিংবা অভিযোগ পর্যন্ত নেই। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/আইএফ/একে