শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:২৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের স্বার্থকে সামনে রেখে কূটনীতিক সংবাদের আহ্বান শাহরিয়ারের

মো: শাহরিয়ার আলম

মাজহার মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ডিপ্লোমেটিক করোসপনডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) উদ্দোগে রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে এ সমর্থন চান।

তিনি বলেন, বিদেশী কুটনৈতিকদের সামনে দেশের অভ্যন্তরীন ভাবমূর্তী রক্ষার্থে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের কুটনৈতিক নীতিমালাকে আরও জোরদার করতে সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান।

অপরদিকে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তিনি ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিক্যাবের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনিউদ্দিন বক্তব্য রাখেন।

এমএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়