শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৫ বারেও সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার ব্যাখ্যা চাইলেন সাংবাদিক নেতারা

সাংবাদিক নেতৃবৃন্দ

এম এম লিংকন: ৯৫ বারেও সাগর-রুনি হত্যা তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার ব্যাখ্যা দায়িত্বপ্রাপ্তদের দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সাংবাদিক নেতারা। তারা মানবাধিকার কমিশনকে বলছেন, এটা মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন। পাশাপাশি, কোন সাংবাদিকও এটার কোন গুরুত্বপূর্ন অনুসন্ধানি প্রতিবেদন করতে পারেনি, যা দুর্ভাগ্যজনক। আর মানবাধিকার কমিশন বলছে, মামলা শুরু হয়ে গেলে আইন অনুযায়ী তাদের করার তেমন কিছু থাকে না। আবার দেশের প্রচলিত কোন আইন যদি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় হয় তাহলে তা পরিবর্তনের জন্য আমাদের সকলের উদ্দ্যোগ নেওয়া দরকার বলছেন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন।

মঙ্গলবার ( ২৪ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে মানবাধিকার ও সুরক্ষায় গণমানুষের প্রত্যাশা: গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার কমিশন সমন্বিত প্রয়াস শীর্ষক এক আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।

সাংবাদিক নেতা মুনজুরুল আহসান বুলবুল বলেন, দেশে সাংবাদিকদের হত্যাকান্ডে কোন রহস্য উদঘাটন বা এর বিচার হয় না। সাংবাদিকদের কাছে এই উদ্বিগ্ন দিন দিন বাড়ছে। সাংবাদিকরাই মানবাধিকারের সুবিচার পাই না। এই সময় তিনি সাগর-রুনি হত্যাকান্ডসহ আরো কয়েকজন সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। এছাড়া মানবাধিকার কমিশনের আরো কিছু আইন সংশোধন করে সংস্থাটিকে শক্তিশালী হওয়ার পরামর্শ দেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা নাই। আবার সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে ভালো গণমাধ্যম পাওয়া যায় না। সারাবিশ্বে মাত্র ১৩ ভাগ মানুষ সংবাদপত্রের স্বাধীনতা ভোগ করে।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯৫ বারেও দেওয়া যায়নি। কেন দেওয়া যায়নি, এই ব্যাখায় আমাদের যাওয়া উচিত। সাগর রুনির সঙ্গে কি ঘটেছিল, আমরা সাংবাদিকেরাও তা নিয়ে ভালো অনুসন্ধানী রিপোর্ট করতে পারিনি।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, জাতীয় মানবাধিকার কমিশন ও গণমাধ্যমের উদ্দেশ্য এক ও অভিন্ন। এই দুই প্রতিষ্ঠানের সেতু বন্ধন আরও সুদৃঢ় হওয়া দরকার। ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে কমিশন সচেতন। সরকারের পক্ষ থেকে এই আইন সংশোধন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমরা এর জন্য অপেক্ষা করছি। প্রয়োজনে আমরা এ বিষয়ে কথা বলবো।
 
আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান বলেন, গ্রামাঞ্চলে নানা কাজে গ্রামে যেতে হয়, সেখানে নারী নির্যাতনের পরিমাণ অনেক বেশি। প্রতিবন্ধীরাও পিছিয়ে রয়েছে। শারীরিক, মানসিক প্রতিবদ্ধকতার কারণে পিছিয়ে। সামনে জাতীয় নির্বাচন নিয়ে সংখ্যালঘুদের মানবাধিকার যেন লঙ্ঘন না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। 
 
জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা'র সভাপতিত্বে আালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, কমিশনের পরিচালক কাজী আরফান আশিক, সাংস্কৃতিক কর্মী পীযুষ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, আইনজীবী ড. তানিয়া হক, কমিশনের অবৈতনিক সদস্য ড. বিশ্বজিৎ চন্দ, আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, কমিশনের সচিব নারায়ণ চন্দ্র সরকার ইকবাল সোবহান চৌধুরী, সম্পাদক, দি ডেইলি অবজারভার; জনাব আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাসস; জনাব ফরিদ, সম্পাদক, ইউএনবি; জনাব মোজাম্মেল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক  সমকাল; জনাব সুভাষ চন্দ্র সিংহ রায়, প্রধান সম্পাদক, এবি নিউজ ২৪ ডটকম; জনাব এস এম জাহিদ হাসান, প্রধান সম্পাদক, রাইজিংবিডিডটকমসহ আরও অনেকে।

বক্তারা বর্তমান কমিশনকে সংবাদকর্মীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সোচ্চার থাকার আহবান জানান।

এমএমএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়