শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ঈদ মোবারক’ কার্টুন ঘিরে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন ওই কার্টুনে শিশুদের ঈদ আনন্দের মধ্যে একটি পাখি, একটি কুকুরের ছবি রয়েছে। বাদীর আপত্তি ওই কুকুরের ছবি নিয়ে।

প্রথম আলোর ঈদ কার্টুন ইস্যুতে সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন, ৪ মে আদেশ

সেই কার্টুনের এই ছবিটি প্রথম আলোর থ্রেড পেইজে প্রকাশ করা হয়েছিল।

এবার রোজার ঈদে পাঠককে শুভেচ্ছা জানাতে প্রকাশিত একটি কার্টুনে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগ তুলে দৈনিক প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী।

নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ী সোমবার ঢাকার মহানগর হাকিম সাইফুজজামানের আদালতে এ মামলার আবেদন করেন।

প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান ছাড়াও কনটেন্ট তৈরির দায়িত্বপ্রাপ্ত গ্রাফিক্স ডিজাইনারকে আসামি করার কথা বলা হয়েছে মামলার আবেদনে।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে আগামী ৪ মে আদেশের দিন রেখেছেন বলে বাদীপক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম জানিয়েছেন।

গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার প্রকাশিত ওই কার্টুনে দেখা যায় দুই শিশুর হাতে ‘ঈদ মোবারক’ লেখা একটি ব্যানার। তাদের একজনের হাতে বেলুন। তাদের পেছনে আরো কিছু শিশু, আকাশে ঈদের চাঁদ দেখা যাচ্ছে, একটি পাখি হাসিমুখে উড়ছে আর শিশুদের পাশে রয়েছে একটি কুকুর।

এখানে ওই কুকরের ছবি নিয়ে আপত্তি তুলেছেন মামলার বাদী।

মামলার আবেদনে তিনি বলেছেন, একটি কুকুরের কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে “ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা” করা হয়েছে।

তার দাবি, “এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদ-উল-ফিতরের মত মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”

অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, “বিষয়টি আদালতে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতেই এর নিষ্পত্তি হবে।”

এর আগে ওই কার্টুন নিয়ে আপত্তি জানিয়ে দেশের একটি শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠীর মালিকানাধীন দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যও নেওয়া হয়, যারা ওই কার্টুনের জন্য প্রথম আলোর সমালোচনা করেছেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বিষয়টি নিয়ে ফেইসবুকে প্রতিক্রিয়া জানান।

তিনি লেখেন, “প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদাতকেও কঠাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।” সূত্র: বিডিনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়