শিরোনাম
◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৭:৫৩ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিভিতে হামলা-আগুন, সম্প্রচার বন্ধ

মুযনিবীন নাইম: [২] রাজধানীর রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) গেটের ভেতরে ঢুকে ভবনে আগুন দিয়েছে কোটা আন্দোলনকারীরা। আগুন দেওয়ার পর বিটিভির পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস খবর পেলেও রাস্তায় আন্দোলনকারীদের অবরোধের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সামনে এগোতে পারেনি।

[৩] বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে ফের বিটিভির মূল ভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। এর আগে বিকেলে সোয়া ৩টার দিকে মূল গেটে আগুন লাগিয়েছিল।

[৪] বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাসে লেখা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে।

[৫] নাম প্রকাশ না করার শর্তে বিটিভির এক কর্মকর্তা বলেন, বিকেলে সোয়া ৩টার দিকে বিটিভির মূল গেটে আগুন দেওয়া হয়। 

[৬] এদিকে বিটিভি ভবনে আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিটিভিতে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি। কিন্তু রাস্তা অবরোধের কারণে আমাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারছি না।

[৭] ঘটনাস্থল থেকে জানা যায়, বিটিভির ডিজাইন সেকশন, রিসিপশন, গ্যারেজে থাকা গাড়ি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। 

[৮] বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রাত সোয়া ৮টার দিকে প্রথম আলোকে বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর কর্মকর্তা–কর্মচারীরা ভবন ছেড়ে সরে পড়েন। এ কারণে সম্প্রচার বন্ধ হয়ে গেছে।

[৯] প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই উত্তেজিত কিছু আন্দোলনকারী রামপুরা পুলিশ বক্সে আগুন লাগিয়ে দেন। এরপর বিটিভির গেটে আগুন দেন এবং ভেতরে ঢুকে ভাঙচুর চালান তারা। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়