শিরোনাম
◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও) ◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৪, ১১:৫২ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০২৪, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবস্থান কর্মসূচি পালন, একুশে টেলিভিশনের বিরুদ্ধে টেলিপ্যাব এর কঠোর কর্মসূচি আসছে

মনিরুল ইসলাম: [২] টেলিভিশন এন্ড প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এর বিভিন্ন সদস্যদের (প্রযোজক) একুশে টিভির কাছে দীর্ঘদিন যাবত কোটি কোটি টাকা বকেয়া পাওনা আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছে।

[৩] রোববার দুপুরে কাওরান বাজারস্থ একুশে টিভির সামনে টেলিপ্যাব এর আয়োজনে FTPO এবং টেলিভিশন মিডিয়ার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। পাওনাদার প্রযোজকরা বিভিন্ন ধরনের ব্যানার, প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে একুশে টিভির সামনে দাড়িয়ে তারা তাদের প্রতিবাদ জানান। অনেক সদস্য ১২ বছর আগের বকেয়া একুশে টিভি এখনো পরিশোধ করেনি। ভুক্তভোগী কিছু পাওনাদার অর্থ  সংকটের কারনে মিডিয়ার ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন।

[৪] অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অরগানাইজেশন (এফটিপিও) এর সভাপতি এবং সর্বজন শ্রদ্ধেয়  মামুনুর রশীদ, এফটিপিও এর সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং এফটিপিও এর যুগ্ম সাধারন সম্পাদক ও অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

[৫] বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রযোজকরা অনুষ্ঠান নির্মাণ করে নির্দিষ্ট টাকা ফেরত না পেলে পরবর্তীতে তারা আরেকটি মান সম্মত অনুষ্ঠান নির্মাণ করতে পারেন না। যার কারনে আজ অনেক মানহীন অনুষ্ঠান নির্মাণ হচ্ছে এবং ভালো প্রযোজকরা তাদের মিডিয়া ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সুতরাং টেলিভিশন নাটকের মান ঠিক রাখা এবং প্রযোজকদের বাচিয়ে রাখার স্বাথের্  ঈদের পূর্বে প্রযোজকদের বকেয়া পরিশোধের আহবান জানান, এবং ভবিষ্যতে এ বিষয়ে টেলিপ্যাব এর যে কোন কঠোর কর্মসূচিতে মিডিয়ার সকল সেক্টরের সবাইকে নিয়ে একযোগে সর্বাত্তক আন্দোলনের অভিমত ব্যক্ত করেন।

[৬] টেলিপ্যাব এর সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এর সঞ্চালনায় সমাপনী বক্তব্যে টেলিপ্যাব সভাপতি মনোয়ার পাঠান আসন্ন ঈদ ঊল ফিতরের পূর্বে প্রযোজকদের বকেয়া পাওনা পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহনের আহবান জানান এবং ঘোষণা করেন যে, অন্যথায় ঈদের পর বৃহৎ আকারে FTPO, মিডিয়ার অন্যান্য সংগঠন এবং শিল্পী কলাকুশলীদের নিয়ে একুশে টেলিভিশন বয়কট ও অনশন ধর্মঘটসহ বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়