শহীদুল ইসলাম: [২] আগামী ২৭ নভেম্বর (সোমবার) থেকে যথাসময়েই শুরু হবে লিখিত পরীক্ষা। পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
[৩] বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বিভাগে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
[৫] পিএসসি জানায়, আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ৬ ডিসেম্বর শুরু হয়ে চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
[৬] এর আগে, গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত পরীক্ষা স্থগিতের আবেদনপত্র জমা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। আসন্ন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চলমান বিরোধী দলগুলোর হরতাল-অবরোধের কারণে এ পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ আবেদন করেন তারা। কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে পিএসসি তাদের পূর্বনির্ধারিত সময়সূচি ঠিক রেখেছে।
[৭] গত ৬ জুন প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এ বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। সম্পাদনা: তারিক আল বান্না
এসআই/টিএবি/এনএইচ