শিরোনাম
◈ ‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ◈ বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের ◈ বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে  ◈ ধর্ষণ মামলা নিতে দেরি করায় ওসি গ্রেপ্তার! ◈ সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল ◈ রাত বাড়তেই ঢাকায় বাড়ছে সংঘাত, নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী ◈ ত্রাণের টাকা কোথায় রাখা হয়েছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ ◈ বিপাকে আওয়ামী লীগের পলাতক নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ◈ এভাবে মার খেয়ে আমরা কারখানায় যাব না : এ কে আজাদ ◈ পদ্মার ইলিশ ঢুকছে না পশ্চিমবঙ্গে, তবে  আলু-পেঁয়াজ রফতানি স্বাভাবিক রাখার অনুরোধ

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৭ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়

সাজিয়া আক্তার: বর্তমান সময় ফোন ছাড়া যেন কোনো কাজের কথাই ভাবা যায় না। ঘুমানোর সময় ছাড়া বাকি সময়টার বেশির ভাগই কেটে যায় ফোন নিয়ে। আর যা নিয়ে সারাদিন ব্যস্ত থাকা হয় সে জিনিসটা যদি পানিতে পরে অচল হয়ে যায়, তখন অনেক কাজ করা সম্ভব হয় না। তখন অনেকেই তা শুকানোর জন্য এমন পদ্ধতি গ্রহণ করেন, যার ফলে ফোনটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

ভেজা ফোনকে বাঁচাতে যা করবেন, জেনে নিন-

১. ভিজে যাওয়া ফোন সুইচ অফ করে দিন। ভেজা অবস্থায় ফোন অন করার চেষ্টা করবেন না। এমন কিছু করার চেষ্টা করলে পানি সার্কিট নষ্ট করে দিতে পারে।

২. ফোন থেকে হেডফোন বা চার্জারের মতো জিনিস বের করে দিন। ফোনের বাইরের অংশ কাপড় দিয়ে পরিষ্কার করুন। ভ্যাকিউম ক্লিনার থাকলে দূরত্ব বজায় রেখে তা পরিষ্কার করার চেষ্টা করুন।

৩. ফোনের ব্যাক কভার খুলে ফেলুন। ব্যাটারি এবং সিমকার্ডও বের করে দিন। ফোনের ভেতরের অংশ কাপড় দিয়ে মুছে নিন। ব্যাটারির স্টিকার চেক করুন। বেশির ভাগ ফোনের ব্যাটারির নিচে একটি ছোট স্টিকার আটকানো থাকে, যা সাধারণত সাদা রঙের হয়। ফোনের ভেতরে পানি চলে গেলে ওই স্টিকারটির রঙ পাল্টে যায়। তা তখন গোলাপী বা লাল রঙের হয়ে যায়।

৪. ফোনে কখনও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। গরম বাতাসে ফোন নষ্ট হতে পারে। ফোন এসি-র সামনে রাখুন।

৫. শুকনো কাঁচা চালের মধ্যে ফোন ঢুকিয়ে রেখে দিন। এর ফলে ফোনের ভেতরের পানি শুকিয়ে যায়। একটি বাটিতে কাঁচা চাল ভরে তার মধ্যে ফোন ঢুকিয়ে রাখুন। এরপর ফোন সমেত ওই বাটিকে রোদে রেখে দিন। চাল গরম হলে ফোনের ভিতরের পানি শুকিয়ে যাবে। আবার প্রত্যক্ষভাবে সূর্যরশ্মির সংস্পর্শে না-আসায় ফোনটিও খারাপ হবে না। তবে লক্ষ্য রাখবেন, ফোনের অডিও পার্টের মতো অংশে চালের দানা যাতে না-ঢুকে যায়।

৬. ২৪ ঘণ্টা আগে ফোন অন বা ব্যবহার করবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়