শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ এমপিদের পেনশন, গাড়ি কেনা নিয়ে ক্ষেপল এশিয়ার আরেক দেশের জেন-জি ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৫ বিকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২৩, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার মেট্টোরেলের নিয়োগ পরীক্ষা

মেট্টোরেল

শাহীন খন্দকার: মেট্রোরেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুটের (পিআরএফ) নিয়োগ বিজ্ঞপ্তির সাতটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ জুন তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ৫ এস ২ অনুসারে সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল), সহকারী প্রকৌশলী (সিভিল), সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল), সহকারী প্রকৌশলী (এএফসি, পিএসডি অ্যান্ড বিই), সহকারী প্রকৌশলী (স্থাপত্য), সহকারী প্রকৌশলী (আইসিটি) এবং নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের নির্বাচনী লিখিত পরীক্ষা শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), টাওয়ার-১, মিরপুর সেনানিবাস, ঢাকায় এসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীদের ঠিকানায় প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষার হলে সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে নির্বাচনী লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদের উপস্থিত থাকতে হবে।

এছাড়াও প্রার্থীদের নিজ নিজ মুঠোফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত খুদে বার্তা পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো প্রবেশপত্র না পেলে ডুপ্লিকেট প্রবেশ পত্রের জন্য জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (সত্যায়িত), এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ (সত্যায়িত) একটি লিখিত আবেদন প্রকল্প পরিচালক, এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট বরাবর জমা দিতে হবে। এ ক্ষেত্রে ২৫ ও ২৬ জানুয়ারি অফিস চলাকালে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়