শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন ◈ বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন জোরদার হচ্ছে ◈ অবশেষে খোঁজ মিলেছে ডিবি হারুনের! টেক্সাসের উডল্যান্ডে কী করছেন ডিবি হারুন? (ভিডিও) ◈ বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল ◈ ব্যাংক হিসাব জব্দ করা সবসময় সঠিক পদক্ষেপ নয়: ফরাসউদ্দিন ◈ আশ্বাসের পরিবর্তে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আরাকান আর্মিকে সক্রিয় হতে হবে ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না: ড. ইউনূস (ভিডিও) ◈ শাহজালাল বিমানবন্দরের স্বর্ণকাণ্ড: আলমারি ভেঙে চুরির নাটক সাজিয়ে ৫৫ কেজি স্বর্ণ আত্মসাৎ কাস্টমস কর্মকর্তাদের ◈ এ‌শিয়া কা‌পের ফাইনালে উঠতে না পারায় ক্রিকেট প্রেমী‌দের কাছে ক্ষমা চাইলেন লিটন দাস ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২২, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমানোর আগে জুস খেলে কমবে ওজন

জুস

সঞ্চয় বিশ্বাস: আমরা বর্তমান সময়ে অনেকেই দেহের ওজন নিয়ে চিন্তিত। আর এই ওজন কমানোর জন্য সহায়ক হতে পারে জুস। রাতে ঘুমানোর সময়ও ওজন কমবে জুস। কীভাবে? যদি ঘুমোনোর আগে পান করেন কয়েকটি বিশেষ পানীয়র যেকোন একটি।

গবেষকরা বলছেন তিনবেলার প্রধান খাবারের মাঝে স্ন্যাকস ওজন বাড়ার জন্য দায়ী। আবার খাবারই পারে ওজন কমাতে। তাও ঘুমের মাঝে। প্রয়োজন ঘুমের আগে নিয়ম করে কোন পানীয় পান করা। তবে যে সে পানীয় নয়, বিশেষরকম জুস, যার উপাদানগুলো রাতে ঘুমানোর মাঝেও চর্বি পোড়াবে, ফলে কমবে ওজন।

লেবু, শসা ও আদার জুসই পারে আপনাদের দেহের চর্বি কমাতে সেটাও আবার ঘুমিয়ে। তাই প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নিতে হবে এই তিনটি মিশ্রণের জুস। চলুন জেনে নেওয়া যাক তিনটি জুসের রেসিপির উপকারিতা সম্পর্কে:

শসার রস ক্যালরি গ্রহণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা লিভার ডিটক্স করে, প্রসাবের বেগ বাড়িয়ে শরীর থেকে বিষাক্ত দ্রব্য দূর করতে সাহায্য করে। আদা খাবার হজমে সাহায্য করে। লেবু শরীর থেকে ক্ষার দূর করে, হাড় মজবুত করে ও পেশির ক্ষয় রোধ করে।

রেসিপি তৈরিতে করণীয়: শসা ৫-১০ টুকরো, থেঁতো করা আদা ১ টেবিলচামচ, পানি ১৮০ মিলিলিটার, লেবু ১ টা লেবুর চারভাগের এক ভাগ

যেভাবে বানাবেন: শসা, আদা আর পানি একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। মিহি হয়ে গেলে ঢেলে লেবুর রস মেশালেই তৈরি এই ওজন কমানোর জুস। প্রস্তুত করে সাথে সাথেই খেয়ে ফেলুন এই জুস।

গরম দুধের সাথে নাটমেগ : প্রতিদিন দুধ খেলে তা ওজন বৃদ্ধি প্রতিরোধ করে। দুধ অনিদ্রা দূর করতেও সাহায্য করে। আর মধু শরীরকে রিল্যাক্স করে ভালো ঘুম এনে দেয়। এটি তৈরি করতে গরুর দুধ ১ কাপ, মধু ১-২ চা চামচ, নাটমেগ ১ চিমটি

যেভাবে বানাবেন: গরম দুধে নাটমেগ গুঁড়ো ও মধু মিশিয়ে নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করুন। বেশি ঠান্ডা না করে হালকা গরম অবস্থাতেই খেতে হবে এই পানীয়।

আপেল ইসবগুলের জুস: আপেলে থাকা এন্টি অক্সিডেন্ট চর্বি শোষণ করে ফ্যাটি এসিডকে বিকল করে। এটা বুক জ্বালাপোড়া কমাতেও সাহায্য করে। এছাড়া আপেল ওজন কমায়। ইসবগুল ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ লেভেলের উন্নতি ঘটায়। এছাড়া কোলন বা অন্ত্র থেকে পানি শোষণের মাধ্যমে আমাদের শরীর থেকে দ্রুত ও কার্যকরী উপায়ে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে সাহায্য করে এই ইসবগুল।

তৈরি করতে যা লাগবে: আপেল ১ টা, ঠান্ডা পানি ২ কাপ, ইসবগুল ২ টেবিল চামচ, দ্বারচিনিগুঁড়া ১/৪ টেবিলচামচ

যেভাবে বানাবেন: আপেল খোসাশুদ্ধ ছোট কেটে বীচি ছড়িয়ে নিন। পানি দিয়ে আপেলের টুকরো ব্লেন্ড করে নিন। এরপর মিশ্রণটি না ছেঁকেই কাপে ঢেলে তাতে ইসবগুলের ভুষি ও দ্বারচিনি গুঁড়া দিন। ইসবগুল বেশি ঘন হওয়ায় আগেই পানীয়টি খেয়ে ফেলা ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়