শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী পরকীয়ায় জড়ালে যা করবেন!

আল আমিন : দাম্পত্য জীবন সবার মধুর হয় না। নানা ধরনের সমস্যা এসে ঘিরে ধরতে পারে। কোনো কোনো সমস্যা উৎরে যাওয়া যায়, কোনোটিতে আবার মুখ থুবড়ে পড়তে হয়। মানুষ ভুলে জড়িয়ে যেতে পারে। কেউ কেউ সেখান থেকে বের হয়ে আসতে পারে, কেউ আবার হারিয়ে যায় নিগূঢ় অন্ধকারে।

কোনো পুরুষের জন্যই এটি মেনে নেওয়া সহজ নয় যে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে গিয়েছে। তবু এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হতেই পারে! কারণ জীবনের সব সময় একইভাবে সরল হিসেবে চলে না।

এ ধরনের সমস্যার শুরুতেই যদি সামলে নেওয়া যায় তাহলে একটা সময় সম্পর্ক গিয়ে ভাঙনে ঠেকে। সেখান থেকে আর ফেরার উপায় থাকে না। এমন পরিস্থিতিতে আপনার করণীয় কী-


প্রমাণ ছাড়া সন্দেহ করবেন না:

অনেকেই আছেন যারা কেবল সন্দেহের বশে অনেক কিছু করে ফেলেন। নিজে কিছু দেখেননি বা শোনেননি, হাতে কোনো প্রমাণও নেই কিন্তু কেবল মনে হওয়ার ওপর ভিত্তি করে স্ত্রীকে সন্দেহ করে বসেন! একবার খেয়াল করে দেখুন, আপনার মধ্যেও তেমন কোনো সমস্যা নেই তো? তাই প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনি যা ভাবছেন তা সত্যি। তারপরই কেবল সমাধানের কথা ভাবা যাবে। নয়তো সমস্যা বাড়বে শুধু, কমবে না।

নিজের ভুল-ত্রুটি খেয়াল করুন:

পরকীয়ার বিষয়টি মোটেও সমর্থনযোগ্য নয়। কিন্তু আপনি তাকে একতরফা দোষ দেওয়ার আগে নিজের দিকটি ভেবে দেখুন। খেয়াল করুন আপনার দিক থেকে কোনো অবহেলা কিংবা উপেক্ষা তাকে ওই পথে নিয়ে গেছে কি না? অনেক সময় দিনের পর দিন স্বামীর কাছ থেকে অবহেলা পেতে থাকলে স্ত্রী ভুলের পথে পা বাড়াতে পারে। তাই শুরু থেকেই তার প্রতি যত্নশীল হোন, তাহলে জীবনে এমন কঠিন দিন দেখতে হবে না।

তার সঙ্গে কথা বলুন:

আপনি কী ভাবছেন তা নিয়ে স্ত্রীর সঙ্গে খোলামেলা কথা বলুন। সে কী চাইছে সেটাও জানতে চান। কারণ এমনও হতে পারে যে তার ভুলের পথ খুব বেশি প্রশস্ত হয়নি। হয়তো প্রারাম্ভিক পর্যায়েই রয়েছে। যদি সেখান থেকে তাকে ফিরিয়ে আনা যায়, যদি আপনি সেটাই চান তবে কথা বলুন। আপনি যদি তার সঙ্গে আর এগোতে না চান সেটিও স্পষ্ট জানিয়ে দিন।

চিৎকার-চেচামেচি নয়:

আপনার যতই খারাপ লাগুক, তার সঙ্গে চিৎকার-চেচামেচি করতে যাবেন না। এতে সে নিজের ভুলকে শুদ্ধ প্রমাণের বিভিন্ন সুযোগ পেয়ে যাবে। তাই যতটা সম্ভব তার সঙ্গে স্বাভাবিক স্বরে কথা বলুন। ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে বলুন তার অপরাধ কতটা গুরুতর, আপনার জন্য কতটা কষ্টদায়ক।বিশেষজ্ঞের পরামর্শ ও নিতে পারেন।

যদি আপনি বুঝতে না পারেন যে কোন সিদ্ধান্তটি আপনার জন্য সহজ ও সঠিক হবে, তবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমরা খালি চোখে যা দেখতে পাই না, বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতার আলোকে তা সহজেই ব্যাখ্যা করতে পারেন। বিষয়টি মাথায় রেখে তাদের পরামর্শ নিতে পারেন। এতে সমাধান সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়