শিরোনাম
◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ! ◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাই‌ডেন ও ট্রা‌ম্পের কথাবার্তায় ম‌নে হয় তারা ডিমেনশিয়া রো‌গে আক্রান্ত ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশ ভ্রমণে ভিসা পেতে ব্যাংক ব্যালেন্স কত টাকা থাকতে হবে? জেনে নিন জনপ্রিয় দেশের আর্থিক শর্ত

বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? তবে ব্যাগ গুছানোর আগে জেনে নিন—আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট না হলে ভিসা পাওয়াই কঠিন হয়ে পড়তে পারে। কারণ অধিকাংশ দেশই ভিসা আবেদন প্রক্রিয়ার সময় পর্যটকদের আর্থিক সামর্থ্যের প্রমাণ চায়।

আন্তর্জাতিক সফরের ব্যয়ভার বহনের জন্য আবেদনকারীর ব্যাংক হিসাব, বেতন স্লিপ, ভ্রমণের পরিকল্পনা ও বীমা যথাযথভাবে যাচাই করে কনস্যুলেট অফিস। আপনার কাছে পর্যাপ্ত অর্থ আছে কি না, সেটাই নিশ্চিত হতে চায় তারা। প্রতিটি দেশের আর্থিক চাহিদা আলাদা—সফরের উদ্দেশ্য ও সময়কাল অনুসারে হিসাব করা হয়। নিচে কিছু জনপ্রিয় দেশের জন্য সাধারণত ব্যাংকে কত টাকা থাকতে হয়, তার তালিকা তুলে ধরা হলো:

কানাডা (ভিজিটর ভিসা):

ন্যূনতম ব্যাংক ব্যালেন্স: CAD 5,000–10,000 (প্রায় ৩–৬ লাখ টাকা)

সময়ের পরিমাণ: ২ থেকে ৪ সপ্তাহ

প্রয়োজনীয় কাগজপত্র: ৩–৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল প্ল্যান, আবাসনের প্রমাণ, ইনভাইটেশন লেটার (যদি থাকে)

অস্ট্রেলিয়া (ভিজিটর ভিসা):

ব্যাংক ব্যালেন্স: $5,000–$10,000 (প্রায় ২.৫–৫ লাখ টাকা)

কাগজপত্র: ব্যাংক ও বেতন স্লিপ, আয়কর রিটার্ন, ট্রাভেল প্ল্যান, স্পন্সরের তথ্য (যদি থাকে)

জার্মানি (শেংগেন ভিসা):

প্রতি দিন খরচ ধরা হয়: €100–120 (প্রায় ৯,০০০–১১,০০০ টাকা)

১৫ দিনের সফরের জন্য: প্রায় ১.৫–২ লাখ টাকা

ভিসার জন্য প্রয়োজন: ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকিট, ভ্রমণ বিমা (€৩০,০০০ পর্যন্ত কাভারেজ)

স্পেন (শেংগেন ভিসা):

ব্যাংকে থাকতে হবে: দৈনিক €100, মোট অন্তত €900 (প্রায় ৮১,০০০ টাকা)

প্রয়োজনীয় কাগজপত্র: ব্যাংক ও ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, হোটেল বুকিং, টিকিট, চাকরির প্রমাণ, ট্রাভেল বিমা

ফ্রান্স (শেংগেন ভিসা):

ব্যাংক ব্যালেন্স: দৈনিক €100–120; ১৫ দিনের জন্য ১.৫–২ লাখ টাকা

দলিল: ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণ, ইনভাইটেশন (যদি থাকে), বিমা

শ্রীলঙ্কা (ETA – ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন):

ব্যাংক ব্যালেন্স: $1,000–$2,000 (প্রায় ৮০,০০০–১.৬ লাখ টাকা)

প্রয়োজনীয় কাগজপত্র: ব্যাংক বা ক্রেডিট স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন টিকিট

যুক্তরাষ্ট্র (B1/B2 ট্যুরিস্ট ভিসা):

ব্যাংকে থাকতে হবে: $6,000–$10,000 (প্রায় ৫–৮ লাখ টাকা)

কাগজপত্র: ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, বেতন স্লিপ, আয়কর রিটার্ন, বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা

ভালোভাবে প্রস্তুতি নিন, সমস্ত আর্থিক কাগজপত্র হালনাগাদ রাখুন, এবং ভ্রমণ বিমা অবশ্যই সংযুক্ত করুন। এসব তথ্য থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়