শিরোনাম
◈ জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দ নিয়ে ◈ গোপন বৈঠকে সরকার উৎখাতের ছক নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতা-কর্মীদের, গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে মেজর ◈ ত্রিদেশীয় সিরিজে এবার হে‌রেই গে‌লো বাংলাদেশ ◈ নারী এশিয়ান কাপ অনূর্ধ্ব ২০ বাছাইয়ের জন্য বাংলা‌দেশ দল ঘোষণা ◈ আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি জামায়াতসহ ২৯ রাজনৈতিক দল, ১১ দল অনুপস্থিত ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে: জুলাইয়ে মৃত্যু ৪১ জন, আক্রান্ত ছাড়াল ১০ হাজার ◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রকাশিত : ১২ জুন, ২০২৫, ০৩:০৮ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোদে পোড়া ত্বকের সমাধান ঘরেই: বানিয়ে নিন প্রাকৃতিক বডি ওয়াশ

তীব্র রোদে বাইরে বের হলে হাত-পায়ে রোদে পুড়ে কালোভাব পড়ে যাওয়া খুব সাধারণ সমস্যা। শুধু রোদই নয়, ধুলাবালি ও ময়লার জমে থাকা ত্বককে মলিন ও রুক্ষ করে তোলে। যদি সময়মতো যত্ন না নেওয়া হয়, এই দাগ দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন কার্যকর এক বডি ওয়াশ, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক ফিরবে আগের মতো উজ্জ্বল ও মসৃণ।

যেসব উপকরণ লাগবে:
*কফি গুঁড়া
*মধু
*চিনির গুঁড়া (না থাকলে চিনি ব্লেন্ড করে নিন)
*ভাজা হলুদ
*নারকেল তেল
*রাসায়নিকমুক্ত বডি ওয়াশ (ঐচ্ছিক)

তৈরি করার পদ্ধতি:

১. প্রথমে একটি শুকনো প্যানে গুঁড়া হলুদ দিয়ে হালকা আঁচে ভাজুন। হলুদের রঙ যখন হলুদ থেকে বাদামি হতে শুরু করবে, তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

২. এরপর একটি পাত্রে কফি, মধু, চিনির গুঁড়া, ভাজা হলুদ ও নারকেল তেল নিন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

৩. চাইলে এতে পরিমাণমতো রাসায়নিকমুক্ত বডি ওয়াশ মিশিয়ে আরও ভালো ফেনা ও পরিষ্কার করার অনুভূতি পেতে পারেন।

৪. মিশ্রণটি একটি পরিষ্কার, শুকনো ও এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ করুন।

৫. গোসলের সময় এটি ব্যবহার করুন, বিশেষ করে হাত-পা ও ঘাড়ে। নিয়মিত ব্যবহারে ট্যান দূর হবে, ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

ব্যবহার করার আগে সতর্কতা: প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই একটি ছোট প্যাচ টেস্ট করুন—হাত বা পায়ের ছোট একটি অংশে লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন। লালচে ভাব, চুলকানি বা জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন।

এই ঘরোয়া ডি-ট্যান বডি ওয়াশ নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ যেমন হালকা হবে, তেমনি ত্বকও পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা ও কোমলতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়