শিরোনাম
◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা হাইকমিশনে চাকরির সুযোগ, বেতন বছরে ২০ লাখ ৭৩ হাজার

কানাডা হাইকমিশন ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স অফিসার
পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স, আইন, সাংবাদিকতা/কমিউনিকেশনস, ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক কোনো সংস্থায় অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, আর্থসামাজিক ও সিকিউরিটি ডাইনামিকস বিষয়ে জানাশোনা থাকতে হবে। কানাডার ফরেন পলিসি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস স্যুট ও সামাজিক যোগাযোগের মাধ্যমের কাজ জানতে হবে। গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফরাসি, চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষায় যোগাযোগে দক্ষতা থাকলে ভালো। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা (সপ্তাহে দুই দিন ছুটি)
কর্মস্থল: ঢাকা (কানাডার হাইকমিশন)
বেতন: বছরে বেতন ২০,৭৩,১২১ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের হাইকমিশন অব কানাডার ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংকে Apply Here বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় কোনো সমস্যা হলে এ ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ মার্চ ২০২৫।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়