শিরোনাম
◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সরকার কর্মকর্তাদের সহজে চাকরিচ্যুতির আইনি পথ খুলছে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৬ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে বসেই যেভাবে ডিপ ক্লিন করবেন আপনার ত্বক

ত্বকে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ দূর করার জন্য ত্বক ডিপ ক্লিন করা জরুরি। ত্বকের রোমকূপ গভীরভাবে পরিষ্কার করলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস এবং ব্রণের প্রবণতা কমে। এছাড়া ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়। পরিষ্কার ত্বক সহজেই সিরাম বা ময়েশ্চারাইজার শোষণ করতে পারে। ঘরেই ডিপ ক্লিন করতে পারেন ত্বক। এজন্য ক্লিনজিং, এক্সফোলিয়েটিং, স্টিমিং, ফেস মাস্ক প্রয়োগ, টোনিং এবং ময়শ্চারাইজিংসহ করতে হবে ধাপে ধাপে।

শুরুতেই  ক্লিনজার ব্যবহার করে পরিষ্কার করুন ত্বক। ত্বকের ধরন অনুযায়ী জেল, ফোম বা ক্রিম টাইপ ক্লিনজার বেছে নিতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য জেল বা ফোম ক্লিনজার বেছে নিন। শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য হাইড্রেটিং ক্লিনজার উপযুক্ত। ত্বক ভেজানোর জন্য হালকা গরম পানি ব্যবহার করুন। এতে বন্ধ রোমকূপ খুলে যাবে। এক মিনিটের জন্য বৃত্তাকার গতিতে ক্লিনজার ঘষুন। হালকা গরম পানি দিয়ে মুখ ভালো করে ঘষুন এবং পরিষ্কার তোয়ালে ব্যবহার করে শুকিয়ে নিন।

দ্বিতীয় ধাপে ব্যবহার করুন এক্সফোলিয়েটর। ঘষে ঘষে ত্বকে ব্যবহার করে ধুয়ে ফেলুন। এরপর স্টিম করুন। গরম পানি ব্যবহার করেই করতে পারেন স্টিম। পরের ধাপে ফেস মাস্ক দিয়ে ডিপ ক্লিন করুন। ক্লে বা কয়লার মাস্ক ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করুন টোনার। তবে এটা ঐচ্ছিক। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়