শিরোনাম
◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি  ◈ আর্জেন্টিনার ফুটবল ম্যাচে ইসরায়েলবিরোধী বিক্ষোভ: পতাকা, কফিন, ড্রোন—৫ সমর্থক গ্রেপ্তার, নিষেধাজ্ঞা জারি ◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিচুর ৫টি স্বাস্থ্য উপকারিতা

লিচু

প্রীতিলতা: [২] রসালো ফলের মধ্যে লিচু অন্যতম। এটি বেশ মিষ্টিও সুস্বাদু। লিচুর রয়েছে অনেক উপকারিতাও। লিচু খেলে বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টিগুণ মিলবে। অনেকে ডায়াবেটিস কিংবা ওজন বৃদ্ধির ভয়ে এই মিষ্টি ফল খেতে চান না। কিন্তু পরিমিত পরিমাণে খেলে ভয় নেই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 

[৩] চলুন তবে জেনে নেওয়া যাক লিচু খাওয়ার ৫টি স্বাস্থ্য উপকারিতা-

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণভাবে কাজ করে লিচু। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল সর্দি, কাশিসহ যেকোনো ধরনের ফ্লু দূরে রাখতে সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে লিচু খেতে পারেন।

হজমশক্তি বৃদ্ধি করে: আপনি যদি কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা গ্যাসের মতো হজম সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগে থাকেন তবে এই পুষ্টিকর ফলটি আপনাকে সাহায্য করতে পারে। লিচুতে ফাইবার রয়েছে যা পরিপাকতন্ত্রকে পরিষ্কার করতে এবং অন্ত্রের কার্যপ্রক্রিয়াকে মসৃণ করতে সাহায্য করতে পারে। যে কারণে বৃদ্ধি পায় হজমশক্তি।

ত্বক ভালো রাখে: ত্বকের যেকোনো সমস্যা দূরে রাখতে খান এই সুস্বাদু ফল! যেহেতু এটি ফাইবারে পরিপূর্ণ, তাই লিচু স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক বজায় রাখতে সাহায্য করতে পারে। 

হাড় ভালো রাখে: লিচুতে ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ এবং কপারের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে যা আপনার হাড়কে শক্তিশালী করতে পারে। 

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে: আপনি যদি রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তবে এই সুমিষ্ট ফলটি আপনাকে সাহায্য করতে পারে। লিচু তরল ভারসাম্য বজায় রেখে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি পটাসিয়াম সমৃদ্ধ এবং এতে সোডিয়াম কম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

পিএল/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়