শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৪ মে, ২০২৩, ০৮:০১ রাত
আপডেট : ২৪ মে, ২০২৩, ০৮:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট: খামেনেয়ী

রাশিদ রিয়াজ:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আইন প্রণয়নে দেশটির জাতীয় সংসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, 'আপনারা সংসদে যেসব আইন অনুমোদন করেছেন সেগুলোর মধ্যে কোনো কোনোটি কৌশলগত আইন যা সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। কৌশলগত পদক্ষেপ বিষয়ক আইনটি দেশকে পরমাণু ইস্যুতে কিংকর্তব্যবিমূঢ়  অবস্থা থেকে রক্ষা করেছে। আমাদেরকে কী করতে হবে তা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এই আইনে এবং আমরা এখনও বিশ্বজুড়ে এর প্রভাব দেখতে পাচ্ছি'।

সংসদ সদস্যরা আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এসব কথা বলেন।

ইরানের সর্বোচ্চ আরও বলেন, বর্তমান সংসদ গঠিত হওয়ার পর থেকেই এই সংসদের প্রতি নিজের আস্থা ও আগ্রহের কথা জানিয়েছি। এখন তিন বছর আবারও বলছি আল্লাহর রহমতে এই সংসদ হচ্ছে বিপ্লবী, শিক্ষিত, তারুণ্যে উদ্দীপ্ত, উদ্যমী ও অধ্যবসায়ী। তিনি বলেন, বর্তমান ১১তম সংসদের সদস্যদের বৈশিষ্ট্য হলো তারা সাদাসিধে জীবনযাপন করেন। আমাকে যতটুকু জানানো হয়েছে তার ভিত্তিতে বলছি তাদের আচরণে ভাবের আতিশয্য নেই। নিজেদেরকে সাধারণ মানুষের চেয়ে উঁচু স্তরের মনে করেন না এসব সংসদ সদস্য। এসব গুণ ধরে রাখতে হবে।

এর আগে তিনি খোররামশাহর মুক্ত দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। ১৯৮২ সালের এই দিনে আগ্রাসী সাদ্দাম বাহিনীর দখল থেকে খোররামশাহরকে মুক্ত করতে সক্ষম হন ইরানি যোদ্ধারা।#

  • সর্বশেষ
  • জনপ্রিয়