শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৩, ০৩:৪২ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২৩, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসুল (সা.) গুরুত্বপূর্ণ কাজ শুরুর আগে যে আমল করতে বলেছেন

ইসলাম ডেস্ক: যেকোনো বৈধ কাজ শুরুর আগে ইসতিখারা করা সুন্নাত। কোনো একটি কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অথবা দুটি বিষয়ের মধ্যে কোনটি করবে, কিংবা যেকোনো কাজে কল্যাণ চেয়ে এই দোয়া পড়া সুন্নাত। ‘ইসতিখারা’ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ কল্যাণ চাওয়া এবং পারিভাষিক অর্থ দুই রাকাত নফল নামাজ পড়ে হাদিসে বর্ণিত দোয়াটি পড়া। বিভিন্ন হাদিসে দোয়াটি পড়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 

হাদিস : জাবের বিন আবদুল্লাহ আল-সুলামি (রা.) বলেছেন, রাসুল (সা.) আমাদের সব বিষয়ে ইসতিখারা করার শিক্ষা দিয়েছেন; যেভাবে তিনি আমাদেরকে কোরআনের সুরা শিক্ষা দিয়েছেন। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ কোনো কাজের ইচ্ছা করলে সে যেন দুই রাকাত নফল নামাজ পড়ে। অতঃপর উল্লিখিত দোয়াটি পড়ে। (এরপর নিজের কাজের কথা উল্লেখ করে দোয়া করবে)। (বুখারি, হাদিস : ১১৬২) 

দোয়া : দোয়াটি নিম্নে উল্লেখ করা হলো-

 اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ العَظِيمِ؛ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ، وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ، وَأَنْتَ عَلاَّمُ الغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأمْرَ - وَيُسَمِّي حَاجَتَهُ - خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: عَاجِلِهِ وَآجِلِهِ - فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي – أَوْ قَالَ: عَاجِلِهِ وَآجِلِهِ – فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ، ثُمَّ أَرْضِنِي بِهِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি-আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিম, ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, ওয়া তালামু ওয়ালা আলামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইনকুনতা তালামু আন্না হাজাল আমরা (এখানে নিজের কাজের কথা স্মরণ করবে) খাইরুন লি ফি দ্বিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি (অথবা বলবে : আজিলিহি ওয়া আজিলিহি) ফাকদিরহু লি, ওয়া ইয়াসসিরহু লি, সুম্মা বারিকলি ফিহি, ওয়া ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা (এখানে নিজের কাজের কথা স্মরণ করবে) শাররুন লি ফি দ্বিনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি (অথবা বলবে : আজিলিহি ওয়া আজিলিহি) ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদির লিয়াল খাইরা হাইসু কানা সুম্মা আরদিনি বিহি।’

অর্থ : ‘হে আল্লাহ, আমি আপনার জ্ঞানের সাহায্যে আপনার কাছে কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার শক্তির সাহায্যে শক্তি ও আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। কেননা আপনিই ক্ষমতাবান; আমি ক্ষমতা রাখি না। আপনি জ্ঞান রাখেন, আমার জ্ঞান নেই এবং আপনি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণ পরিজ্ঞাত। হে আল্লাহ, আপনার জ্ঞানে আমার এ কাজ (এখানে প্রয়োজনের কথা স্মরণ করবে) আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের জন্য, আমার দ্বীনদারি, জীবন-জীবিকা ও কর্মের পরিণামে কল্যাণকর হলে, আপনি তা আমার জন্য নির্ধারণ করে দিন। সেটা আমার জন্য সহজ করে দিন এবং তাতে বরকত দিন। হে আল্লাহ, আর যদি আপনার জ্ঞানে আমার এ কাজ আমার দ্বীনদারি, জীবন-জীবিকা ও কর্মের পরিণামে (কিংবা বলবে, আমার বর্তমান ও ভবিষ্যতের জন্য) অকল্যাণকর হয়, তবে আপনি আমাকে তা থেকে ফিরিয়ে দিন এবং সেটাকেও আমার থেকে ফিরিয়ে রাখুন। আমার জন্য সর্বক্ষেত্রে কল্যাণ নির্ধারণ করে রাখুন এবং আমাকে সেটার প্রতি সন্তুষ্ট করে দিন।’কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়