কূটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে শ্রদ্ধা ও ভক্তির নিদর্শন হিসেবে ইরাকের বাগদাদে বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী (র.) এর পবিত্র মাজার শরিফে দৃষ্টিনন্দন গিলাফ উপহার দিয়েছে বাংলাদেশ।
শনিবার (২২ অক্টোবর) মাজার শরীফে গিলাফ স্থাপন করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী। উপহার হিসেবে গিলাফ পাওয়ায় মাজার কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
মাজার শরীফে গিলাফ স্থাপনের সময় উপস্থিত ছিলেন মাজারের প্রধান মুতওয়াল্লি ও বড়পীরের বংশধর সৈয়দ খালেদ আব্দুল কাদের আল গিলানীসহ অন্যান্য কর্মকর্তারা।
টিআই/এসবি২
আপনার মতামত লিখুন :