রাশিদুল ইসলাম: [২] বুধবারের প্রেস ব্রিফিংয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমকে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দেওয়া গাড়িটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেওয়ায় তা অবৈধ বলে মনে করে ওয়াশিংটন। রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। মিলার বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় উত্তর কোরিয়ায় রুশ গাড়ি স্থানান্তর অবৈধ। আরটি
[৩] মিলার বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে একটি বিলাসবহুল গাড়ি দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। গাড়িটি রুশ অরাস মডেলের।
[৪] এর আগে দক্ষিণ কোরিয়া রাশিয়ার বিরুদ্ধে একই অভিযোগ আনলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তা প্রত্যাখ্যান করেন।
আপনার মতামত লিখুন :