শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:০৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে: ন্যাটো প্রধান 

ডোনাল্ড ট্রাম্প

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, প্রতিরক্ষা খাদে যথেষ্ট অর্থ ব্যয় করছে না এমন ন্যাটো মিত্রদেরকে নিরাপত্তা প্রদান করবে না যুক্তরাষ্ট্র। সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোল্টেনবার্গ বলেছেন, তার এমন মন্তব্য আমাদের সকলের নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে। সূত্র: সিএনএন

[৩] ন্যাটো প্রধান আরও বলেছেন, এমন মন্তব্য করার মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন ও ইউরোপীয় সেনাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে নিক্ষেপ করেছেন।

[৪] সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, যেসব ন্যাটো সদস্য তাদের জিডিপির ২ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না তাদের ওপর হামলা চালাতে তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।

[৫] প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের এ মন্তব্যকে ‘ভয়ংকর ও বিপজ্জনক’ বলে অভিহিত করে বলেছেন, তার পূর্বসূরী আরও যুদ্ধ ও সহিংসতা চালাতে রাশিয়াকে সবুজ সংকেত প্রদান করেছেন।

[৬] ন্যাটোর হিসাব মতে, জোটটির ৩০ সদস্যের মধ্যে ১৯ সদস্য জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা পূরণ করছে। তবে ইউক্রেন, রাশিয়া এবং তার মিত্র ও প্রতিবেশি বেলারুশ তাদের জিডিপির ৩.৯ শতাংশ  প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। পোলান্ড এবং বাল্টিক দেশগুলোও প্রতিরক্ষা খাতে জিডিপির ২.৩ থেকে ২.৭ শতাংশ ব্যয় করছে।

[৭] স্টোল্টেনবার্গ এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, ন্যাটো জোট ঐক্যবদ্ধ আছে ও সদস্য দেশগুলোকে রক্ষায় ‘প্রস্তত ও সক্ষম’ এবং ঐক্যবদ্ধভাবে যে কোন হামলার কঠোর জবাব দেওয়া হবে। সম্পাদনা: রাশিদ

এসআই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়