শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছুরিকাঘাতে শিশু আহত হওয়ায় আয়ারল্যান্ডের রাজধানীতে সহিংস বিক্ষোভ 

ইকবাল খান: [২] আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ছুরি হামলায় তিন শিশুসহ পাঁচজন আহত হওয়ার পর নগরীর কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আল জাজিরা জানায়, ডাবলিনে একটি স্কুলের বাহিরে হামলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ও ত্রিশোর্ধ্ব এক নারী গুরুতর আহত হন আর ছয় বছর বয়সী এক মেয়ে ও পাঁচ বছর বয়সী এক বালক জখম হয়। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘষ বেধে যায়।

[৩] সংঘর্ষের সময় জড়ানো বিক্ষোভকারীরা পুলিশের গাড়িসহ বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেয়।  

[৪] পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। তাকেসহ অন্য আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

[৫] আয়ারল্যান্ডের আইনমন্ত্রী বলেন, লোকজন বিভাজন তৈরির জন্য ভয়াবহ এই আক্রমণকে ব্যবহার করছে। এগুলো অভিবাসন নিয়ে নয়, যেসব শিশুরা হাসপাতালে আছে তাদের নিয়েও নয়।

[৬] কয়েকজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সন্দেহভাজন আক্রমণকারী আয়ারল্যান্ডের একজন নাগরিক এবং তিনি ২০ বছর ধরে দেশটিতে বসবাস করছেন। 

[৭] পরিস্থিতি শান্ত থাকলেও দাঙ্গা পুলিশ রাস্তায় রাস্তায় সতর্ক অবস্থান নিয়ে আছে।

[৮] এ হামলার সঙ্গে কোনো ‘সন্ত্রাসী’ সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটিকে একটি বিচ্ছিন্ন হামলা বলে মনে করছেন তারা।

আইকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়