শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৯:৪২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ জব্দ করল হুথিরা 

সাজ্জাদুল ইসলাম: [২] ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে পণ্যবাহী এ ইসরায়েলি জাহাজ জব্দ করে। রোববার লোহিত সাগরের দক্ষিণাঞ্চলীয় ব্রিটিশ মালিকানাধীন জাপানি ওই জাহাজ হুথি সদস্যরা আটক করে। আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে হুথিদের এই ঘটনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইসরায়েল। একই সঙ্গে ইরানকে দায়ী করে ইসরায়েল বলেছে, এটি ইরানের ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড। সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

[৩] গত ৭ অক্টোবর ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে গাজায় নির্বিচার ভয়াবহ বিমান হামলা শুরু করে। পরে তার সঙ্গে স্থল হামলা চালায়। গাজায় সাধারণ মানুষের ওপর ইসরায়েলি নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। 

[৪] গত সপ্তাহের ইয়েমেনের এই বিদ্রোহীরা বলেছিলেন, তাদের যোদ্ধারা ইসরায়েলে হামলার পরিমাণ আরও বাড়াবেন।একই সঙ্গে লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি সব জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর হুমকি দেন তারা।

[৫] পণ্যবাহী জাহাজ জব্দ করার বিষয়ে তাৎক্ষণিকভাবে হুথিদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রোববার হুথির একজন মুখপাত্র বলেছিলেন, ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন, পরিচালিত কিংবা ইসরায়েলি পতাকা বহনকারী সব জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

[৬] যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘আমরা লোহিত সাগরে জাহাজ জব্দের বিষয়ে অবগত এবং এই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি।’

[৮] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, একটি জাহাজ জব্দ করা হয়েছে। এই জাহাজ ইসরায়েলের মালিকানাধীন নয়। এমনকি এটি পরিচালনা কিংবা এতে ইসরায়েলি কোনো স্ক্রুও নেই। জাহাজটির নামও প্রকাশ করেনি ইসরায়েল। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি লোহিত সাগরে আটক করা হয়েছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়