এম খান: [২] প্রথমবারের মতো সৌদি আরবের মোট দেশীয় উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১৫৫ ট্রিলিয়ন সৌদি রিয়াল অর্থাৎ এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। সৌদির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস। সূত্র: গালফনিউজ
[৩] সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ। উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। তাছাড়া স্থানীয় মুদ্রার ডিপোজিটও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জিডিপিতে বেসরাকারিখাত ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়াল যোগ করেছে, যা জিডিপির ৪১ শতাংশ। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশ।
[৪] দেশটিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৭ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। বেসরকারিখাতে কর্মীর সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে যেখানে কর্মী ছিল ৮ মিলিয়নের সামান্য বেশি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৯ মিলিয়নে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ।
[৫] দেশটির পণ্য ও সেবার রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪ শতাংশ। তাছারা রপ্তানি সক্ষমতা ২০২১ সালের ৩৩ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে।
আইকে/এনএইচ