শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, অস্তিত্ব হুমকিতে যুক্তরাষ্ট্র: নিক্কি হ্যালি

নিক্কি হ্যালি

সাজ্জাদুল ইসলাম: [২] হেলির ইন্দো-আমেরিকান রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী বিবেক রামস্বামী যুক্তরাষ্ট্রের ওহিও’তে চীন সম্পর্কিত পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্য প্রদানের দু’দিন পর চীন সম্পর্কে এমন মন্তব্য করলেন তিনি। সূত্র: ইয়াহু নিউজ

[৩] নিক্কি হ্যালি ও রামস্বামী উভয়েই ডোনাল্ড ট্রাম্পের পর জিওপির জনপ্রিয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সামনে চলে এসেছেন। শুক্রবার নিউ হ্যামশায়ার অঙ্গরাজ্যে বক্তব্যকালে হ্যালি বলেন, চীন আমেরিকাকে পরাজিত করতে অর্ধশতক ধরে এক ধরণের চক্রান্ত করে আসছে।

[৪] চীনকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের ‘অস্তিত্বের জন্য হুমকি’ বলে অভিহিত করে ইন্দো-আমেরিকান নিক্কি হ্যালি বলেন, ‘বেইজিং যুদ্ধের প্রস্ততি নিচ্ছে।’ তিনি বলেন, চীনের সামরিক বাহিনী ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সমকক্ষতা অর্জন করেছে। বিশেষ করে কমিউনিস্ট চীনের হুমকির মুখে জাতির টিকে থাকার জন্য জরুরি প্রয়োজনীয় দিক হলো শক্তি ও গর্ব। 

[৫] এ নারী প্রার্থী অভিযোগ করেন, চীন আমেরিকার নির্মাণ ক্ষেত্রের কর্মসংস্থান দখল করে নিয়েছে। দেশটি আমাদের বাণিজ্যের গোপনীয় বিষয়গুলো জেনে গেছে। বেইজিং এখন ওষুধ থেকে অত্যাধুনিক প্রযুক্তির গুরুত্বপূর্ণ শিল্পগুলো নিয়ন্ত্রণ করছে। অল্প সময়ে চীন একটি অর্থনৈতিক পশ্চাৎপদ দেশ থেকে উঠে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।

[৬] সাউথ ক্যারোলিনার দু’বারের গভর্নর হ্যালি বলেন, চীন সব ক্ষেত্রেই প্রথম হতে চায়। দেশটির কমিউনিস্ট পার্টির নেতাদের মনোভাবও পরিষ্কার। বেইজিং বিশাল সামরিক বাহিনী গড়ে তুলছে। যা আমেরিকাকে হুমকি প্রদান করছে এবং এশিয়া ও তার বাইরে নিজের আধিপত্য বিস্তার করছে।

[৭] তিনি বলেন, এতে কোনো ভুল নেই যে, চীনের কমিউনিস্ট পার্টি যুদ্ধের প্রস্ততি নিচ্ছে এবং নেতারা এ যুদ্ধে জয়ী হতে চান।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়