শিরোনাম
◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৪১ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

সাজ্জাদুল ইসলাম: [২] কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকার। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার দেশটির দীর্ঘদিনের মিত্র চীন পৌঁছান বাশার। তিনি এ সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। সূত্র: আল-আরাবিয়া, ডয়চে ভেলে 

[৩] চীনের পূর্বাঞ্চলীয় শহর হ্যাংজু দিয়ে এ সফর শুরু করেছেন বাশার। শনিবার থেকে সেখানে শুরু হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান গেমসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। চীনা প্রেসিডেন্ট শির আমন্ত্রণে এ সফরে গেছেন বাশার। তার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছে।

[৪] বাশার এবং এশিয়ান গেমসে যোগদানকারী অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত ভোজসভায় যোগ দিতে শি জিনপিং শুক্রবার হ্যাংজুতে যাচ্ছেন। 

[৫] ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর এটি প্রেসিডেন্ট বাশারের প্রথম চীন সফর। এ সংঘাতে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে, লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সিরিয়ার অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। 

[৬] জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাশার য্দ্ধুবিক্ষত সিরিয়ার পুনর্গঠনে চীনা সহায়তা লাভের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। চীন মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। মার্চে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়।

[৭] বেইজিং দীর্ঘদিন ধরে সিরিয়ায় স্বৈরাচার বাশার সরকারকে সমর্থন জানিয়ে আসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কূটনৈতিক সমর্থনও দিয়ে থাকে চীন। দেশটি এ পর্যন্ত নিরাপত্তা পরিষদে বাশার সরকারের বিপক্ষে আনীত প্রস্তাবে আটবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়