শিরোনাম
◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০২:০৭ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৩, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দিরা হত্যার সেই দৃশ্য কানাডার ট্যাবলো উৎসবে প্রদর্শন

ইমরুল শাহেদ: ১৯৮৪ সালের ৩১ অক্টোবর নিজের দেহরক্ষীদের হাতে খুন হয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৩৯ বছর পর অর্থাৎ ২০২৩ সালের জুনে সেই দৃশ্যই তুলে ধরা হল কানাডার একটি উৎসবে। সূত্র: দি ওয়াল

ট্যাবলো উৎসবে ইন্দিরা হত্যার দৃশ্য তুলে ধরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। কানাডা সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। মনে করা হচ্ছে, কানাডায় থাকা খালিস্তানপন্থীরাই ব্র্যাম্পটনের ট্যাবলো প্রদর্শনীতে এই ঘটনা ঘটিয়েছে।

স্বর্ণমন্দির থেকে জঙ্গিদের হঠাতে সেনা অভিযান হয়েছিল পাঞ্জাবে। তার বদলা নিতেই ইন্দিরাকে খুন করা হয়েছিল। ইন্দিরা গান্ধীই একমাত্র ব্যক্তি যাকে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খুন হতে হয়েছিল। পরে তার ছেলে রাজীব গান্ধী যখন নিহত হন তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। সেই সময়ে রাজীব ছিলেন বিরোধী দলনেতা।

এমনিতেই গত দেড় বছর ধরে কানাডায় খালিস্তানিরা অতিসক্রিয় হয়ে উঠেছে। এ নিয়ে নয়াদিল্লির তরফে টরন্টোর কাছে বারবার আপত্তি জানালেও কোনও ব্যবস্থা হয়নি। 

কূটনীতিকদের অনেকের মতে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংখ্যালঘু হিসাবে সরকার চালাচ্ছেন। তার পিছনে কেবল নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন রয়েছে। যে দলের নেতা আবার জগমীত সিং। যিনি খালিস্তানপন্থী হিসাবেই পরচিত। অনেকের মতে, গদি হারানোর ভয়েই খালিস্তানি উগ্রবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ট্রুডো প্রশাসন। তবে যেভাবে দেশের সাবেক প্রধানমন্ত্রীর হত্যার দৃশ্য দেশের বাইরে প্রদর্শিত হয়েছে, তা লজ্জার বলেই মত অনেকের। ইতোমধ্যেই কংগ্রেস দাবি জানিয়েছে, কানাডাকে যেন কড়া বার্তা পাঠায় দিল্লি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আইএস/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়