শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৮:৩৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৩, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানের তোপে ভেসে গেছে রুশ সেনারা, দাবি ইউক্রেনের

বাঁধ ধ্বংসের পর প্লাবিত হয় গোটা এলাকা

আখিরুজ্জামান সোহান: মঙ্গলবার (৬ জুন) খেরসনের দানিপ্রো নদীর বাঁধ ধ্বংসের পর সেটির পানিতে কিছু রাশিয়ান সেনা ভেসে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বাঁধ ধ্বংসের পর আশপাশের বড় এলাকা প্লাবিত হয়েছে। জলাধারটি নিপ্রো নদীর কূল ঘেঁষে তৈরি করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে রাশিয়ার দখলে। সূত্র: সিএনএন

ইউক্রেনের সামরিক বাহিনীর ক্যাপ্টেন আন্দ্রেই পিদলিসনি বলেন, ‘বাঁধটি যখন ধ্বংস হলো, তখন নিপ্রো নদীর একপাশে রুশ সেনারা অবস্থান করছিলেন। সেখানে থাকা রুশ সেনারা নিজেদেরকে রক্ষা করতে পারেননি। নদীর অপর পাশে থাকা রাশিয়ার সেনা দলগুলো ভেসে গেছে।

'ড্রোনের মাধ্যমে রুশ সেনাদের পানিতে ভেসে যেতে দেখেছেন তারা। এছাড়া ঘটনাস্থলে থাকা ইউক্রেনের সেনারাও বিষয়টি দেখেছেন।'

তিনি বলেছেন, ‘রাত ৩টার দিকে শত্রুরা (রুশ সেনা) দানিপ্রো নদীর বাঁ পাশে পানির উচ্চতা বাড়াতে কাখোভগা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট উড়িয়ে দেয়। তাদের লক্ষ্য ছিল নিকট ভবিষ্যতে যেন ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ না চালাতে পারে সেটি নিশ্চিত করা।’

পিদলিসনি মনে করেন, ইউক্রেনের আসন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দিতেই বাঁধটি ধ্বংস করেছে রাশিয়া। বাঁধটি গুঁড়িয়ে দেয়ার জন্য রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা।

তবে রাশিয়ার দাবি, পাল্টা হামলার ব্যর্থতা আড়াল করতে ইউক্রেন নাশকতা চালিয়ে বাঁধটি ধ্বংস করেছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়