শিরোনাম
◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:৪৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইতিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প, নিহত ৪

ইমরুল শাহেদ: উত্তর আটলান্টিক মহাসাগরের দেশ হাইতির কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার সকালের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরো কয়েকজন। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এবং গ্রান্ড’আনসে অঞ্চলে আতংকের সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিপাতে ভেঙ্গে গেছে অনেক ব্রিজ এবং রেখে গেছে ধ্বংসস্তুপ। মিয়ামি হেরাল্ড

সিভিল প্রোটেকশন দপ্তরের প্রধান জেরি সেন্ডলার বলেছেন, চারজন নিহত ছাড়াও আহত হয়েছেন ৩২ জন। ক্ষয়-ক্ষতির এখনো হিসাব করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

গ্র্যান্ড’আনসের বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিনে মনকুয়েলে বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। ভূমিকম্পের সময় বাড়ি ধসে পড়লে তারা নিহত হন।’

গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে হাইতির জনজীবন। এরমাঝেই দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।

বৃষ্টি ও ভূমিকম্পের কারণে ইতোমধ্যে হাইতিতে প্রাণ গেছে ৪২ জনের। এছাড়া বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ।  

হাইতিতে দুই বছর আগে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর মঙ্গলবারই আবার ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটলো। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আইএস/এসএইচবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়