সাজ্জাদুল ইসলাম: রাশিয়া অধিকৃত অঞ্চলের একটি বড় বাঁধ ধ্বংসের পর ভাটি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নোভা কাখোভকা অঞ্চলে বাঁধ ধ্বংসের ফলে ৮০টি শহর ও গ্রাম প্লাবিত হয়েছে। তিনি বাঁধটি ধ্বংসের জন্য রাশিয়াকে দায়ি করেছেন। দনিপ্রো নদীর পানি নীচের দিকে প্রবল বেগে বয়ে যাচ্ছে। এতে খেরসন শহরে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। সূত্র: বিবিসি, আল-জাজিরা
রাশিয়া বাঁধটি ধ্বংস করার কথা অস্বীকার করেছে। এটি ধ্বংসের জন্য মস্কো উল্টো ইউক্রেনের গোলাবর্ষণকে দায়ি করেছে। তবে বিবিসি বা আল-জাজিরা তাদের দাবিকে যাচাই করতে পারেনি।
বিশাল কাখোভকা জলাধারের ভাটিতে কাখোভকা বাঁধটি অবস্থিত।
বাঁধটি গোটা অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো। কৃষক ও বাসিন্দাদের প্রয়োজনীয় পানি এ বাঁধ থেকে আসে। জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানি সরবরাহ এ বাঁধ থেকে। দক্ষিণে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপেরও পানি সরবরাহের জন্য এ বাঁধ গুরুত্বপূর্ণ।
বাঁধ ভেঙ্গে বন্যার পানি তীব্র বেগে ছুটে চলার ভিডিও দেখা গেছে। ইতোমধ্যে কয়েকটি শহর ও গ্রাম প্লাবিত হয়েছে। অধিক ভাটি অঞ্চলের লোকরা বাস ও ট্রেনে করে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
ডেপুটি প্রসিকিউটর-জেনারেল ভিক্টরিয়া লিটভাইনোভা বলেছেন, এর মধ্যে দনিপ্রো নদীর পশ্চিমের ইউক্রেন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১৭০০০ মানুষ এবং রুশ নিয়ন্ত্রিত পূর্বাঞ্চল থেকে ২৫০০০ লোক পালিয়ে গেছে।
গত বছরের হেমন্তে ইউক্রেনের বাহিনী সড় ও রেইল সেতুতে হামলা চালিয়ে সফলভাবে রুশ সেনাদেরকে খেরসন শহর ও শহরের আশপাশে বিচ্ছিন্ন করে ফেলেছিল। রাশিয়া ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে বাঁধটি ধ্বংস করতে পারে। ইউক্রেন বিভিন্ন দিক থেকে এ হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।
রাশিয়ার কর্মকর্তারা দাবি করছেন যে, বাঁধে ইউক্রেনই হামলা চালিয়েছে। কিয়েভ তাদের পাল্টা হামলার ব্যর্থতা ঢাকা দিতে এবং ক্রিমিয়াকে মিস্টি পানি থেকে বঞ্চিত করতে বাঁধটি ধ্বংস করেছে।
যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, ইউক্রেনে বাঁধটি ধ্বংসের জন্য কারা দায়ি সে ব্যাপারে তারা এখনো নিশ্চিত হতে পারেনি।
বাঁধটি ধ্বংসের পর রাশিয়া ও ইউক্রেনের উভয়ের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোাচনার জন্য মঙ্গলবার বৈঠকে মিলিত হয়। বৈঠকে ইউক্রেন ও রাশিয়া বাঁধটি ধ্বংসের জন্য পরস্পরকে দোষারোপ করে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনি গুতেরেস বলেন, কিভাবে বাঁধ ভেঙ্গেছে সে ব্যাপারে তাদের কাছে কোন নিরপেক্ষ তথ্য নেই। তবে এ ঘটনাকে তিনি ই্উক্রেনে রুশ আগ্রাসনের আরেকটি বিপর্যকর পরিণতি বলে বর্ণনা করেন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এসআই/এনএইচবি/এইচএ