শিরোনাম
◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ১২:১৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাইতির সাবেক প্রধানমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

হাইতির প্রধানমন্ত্রী ছিলেন লরেন্ট লামোথে

সাজ্জাদুল ইসলাম: ২০১২-২০১৪ পর্যন্ত হাইতির প্রধানমন্ত্রী ছিলেন লরেন্ট লামোথে। ক্যারিবিয়ান দেশটিতে ক্ষমতায় থাকার সময় দূর্নীতি করার কারণে যুক্তরাষ্ট্রে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সে সময় দেশটির প্রেসিডেন্ট ছিলেন মাইকেল মার্টেলি। সূত্র: আল-জাজিরা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন গত শুক্রবার লামোথের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেন। ক্যারিবিয়ান দেশটিতে দূর্নীতি দমনের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

ব্লিনকেন অভিযোগ করে বলেন, লামোথে রাষ্ট্রের প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ কোটি ডলার আত্মসাৎ করেছেন। হাইতি সরকারের পেট্রোক্যারিবি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড ফর প্রাইভেট গেইন থেকে তিনি এ অর্থ আত্মসাৎ করেন।

তিনি আরো বলেন, লামোথে দূর্নীতিতে লিপ্ত ছিলেন। তিনি তহবিল ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি জাড়িত ছিলেন। তিনি সরকারী কর্মকর্তা হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। এসব কারণে হাইতিতে বর্তমান অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। 

হাইতির গ্যাং বস বলেছেন, দেশটির রাজনীতিবিদরা দুস্কৃতকারী।

এক কোটি ১৪ লাখ জনসংখ্যা লাটিন আমেরিকার দেশ হাইতিতে বিশেষ করে ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইসেকে হত্যার সময় থেকে দেশটিতে সংঘবদ্ধ অপরাধীক্রক্রের সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের কৌসুলিরা এবং হাইতির কর্মকর্তারা মোইসে হত্যার ঘটনার বিচারের চেষ্টা করছেন। এ হত্যায় জড়িত থাকার সন্দেহে অনেক লোককে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রও এ অভ্যুত্থান ঘটানোর সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে। আটক ১১ জনের মধ্যে একজন দোষ স্বীকার করেছেন। তিনি হলেন- হাইতিয়ান চিলিয়ান ব্যবসায়ী রডোলফ জার। গত শুক্রবার মিয়ামির আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। 

গত এপ্রিলে ব্লিনকেন হাইতির চেম্বার অব ডেপুটিজ এর সাবেক প্রেসিডেন্ট গ্যারি বোডিউ’র ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। 

যুক্তরাষ্ট্র হাইতির যেসব কর্মকর্তাকে দূর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করেছে, তাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিক বোদিউ ও লামোথের নামও যুক্ত হলো। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় সে সময়ের সিনেটরভ রনি সেলেস্টিন ও সাবেক সিনেটর রিচার্ড লেনাইন হার্ভে ফোরকান্ডের ওপর  মাদক চোরাচালানির দায়ে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তারা তাদের ব্যক্তিগত বিমানগুলোকে মাদক পচারের কাজে ব্যবহার করতেন বলে অভিযোগ করা হয়েছে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্র ও কানাডা হাইতির সিনেটের তৎকালীন সিনেট প্রেসিডেন্ট জোসেফ ল্যাম্বাট এবং সাবেক সিনেট প্রেসিডেন্ট ইউরি লাটোরটের ওপর সমন্বিত অবরোধ আরোপ করে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়